কত ইতর খেলা ঘটে যায় হৃদয়ে বাসা বাধে ভালোবাসা বাসা বাধে বাহিরে কত রঙিন খেলা বসে যায় হৃদয়ে বাসা বাধে ভালোবাসা বাসা বাধে ভেতরে কুয়াশার কাপড়ে পড়ে থাকে স্মৃতির লাশ মানুষের অপমানে মানুষেরই কালান্তর উল্লাস বাসা বাধে ভালোবাসে বাসা বাধে আশেপাশে দূরে থাক তবু তার সুখডাকা ঘর থাক কাছে আসে ভালোবাসে কাছে আসে নিজে নিজে ঘর বানায় ঘর ভাঙে দোষারোপ করে শেষে কাছে আসে ভালোবাসে দূরে যায় দোষ ধরে ভালো থাক সুখে থাক সুখে থাক ভালো থাক আমোদে প্রমোদে সুখে থাক ভালো থাক আমাদের সময়ে সময়ের অভিশাপ কাল সাপ নীল সাপ ভালো সাপ অভিশাপ আমাদের সময়ে আমাদের অভিশাপ ভালো থাক সুখে থাক আমোদে প্রমোদে নীল জলে পাক সাত ভুল হলেও ঝড়টা ফুলদের ঘরে যাক থাক থাক ভালো থাক ভালোবাসা ভালো থাক ভালো থাক সুখে থাক
You are here
Home > Posts tagged "ভালোবাসা ভালো থাক"