তোমার হাতের দিকে বয়ে যাচ্ছে আমার হাত আমার হাত থেকে দূরে সরে সরে যাচ্ছে তোমার হাত আকাশের চোখের বিছানায় তোমার বাড়ি বানাবো বলে বলি— চলো একসাথে বাচি হাতে না রেখে হাত বাচা যায় বললে তুমি চোখে রেখে চোখ চলো সমুদ্র বানাই চোখে না রেখে চোখ হাটা যায় বললে তুমি পায়ে পায়ে ছন্দে তালে চলো মাখি ঘ্রাণ সভ্যতার পা থেকে পায়ের দূরত্ব কষলেও দেখা যায় দূরত্ব কষলেও দেখা যায় প্রাকৃতিক গ্রাম বললে তুমি দুজনের কানে দুজনে রোপণ করি চলো রোপণ করি চলো প্রেমফুল শব্দপাঠ কথাশব্দ বাহার না জেনেও বানানো যায় বসতির হাট বললে তুমি আমরা পাশাপাশি— আমাদের হাত পা চোখ কান প্রতিটি গ্রহের মতো কক্ষপথ বেছে নিয়েছে— আমরা কেবল বেছে নিতে পারিনি আমাদের পথ।
You are here
Home > Posts tagged "প্রেমফুল শব্দপাঠ"