(২০১২) অন্ধচোখ যখন পৃথিবী খোঁজে না খোঁজার মানুষ তখন নিজেকে খোঁজে নর্তকীআয়নায়, তারাসন্ধ্যায়, ডুবন্তশঙ্কায় হারানোর ভান করে হাসির তামাশায়। ‡ (২০১৪) তোমাদের পথে হাঁটিনি বলে আমি খোঁড়া তোমাদের চোখে দেখিনা বলে আমি অন্ধ তোমাদের মতো শুনিনা বলে আমি কালা আমাকে থামাতে তোমার অনুপম ভাষার মেলা থেমে যাবে তুমি, তোমাদের দলবল সময় সত্যের মতো রাক্ষস
You are here
Home > Posts tagged "দুই সময়ের ভাবনা"