এই জাতির সমস্যা খুব গভীরে এই জাতির সমস্যা ক্ষুধায় এই জাতির সমস্যা চোখে এই জাতির সমস্যা খুব গভীরে এই জাতি না মিছিলে এই জাতি না গোপনে এই জাতি মুখে মধু অন্তরে বিষ এই জাতির এক মুখে হাজার শিস এই জাতির এক মুখে চার কথা তেলাপোকা বাজারি নেতা তাদের আলাদা আলাদা ইশ্বর তারা ইশ্বর বানায় নিজের ভোগের উপর তাদের প্রভু থাকে অনেক দূরে আকাশের ঠিক টনখানি উপরে প্রভুকে ধরা যায় না ছোঁয়া যায় না বলেই প্রভু রাম শাম কখনো প্রভু হয় না— প্রভু থাকেন আলোর মিছিলে অন্ধকার থেকে অনেক দূরে আকাশের ঠিক মাসখানেক পরে নিজের দুর্বলতা মেজাজে ঢাকে গরম গরম মেজাজ শিশুর মতো চলে যারা তারা খুব দুর্বল তিনারা ভাবে জাতিগত সমস্যা খুব গভীরে প্রসংশা করে প্রসংশা ভাঙ্গে কেবলই প্রয়োজনে চোখের প্রয়োজনে ভোগের প্রয়োজনে নামের প্রয়োজনে খ্যাতির প্রয়োজনে সচিব হওয়ার প্রয়োজনে বিছানায় পাওয়ার প্রয়োজনে মাস্টার হওয়ার প্রয়োজনে তেলতেলে শরীর হবে তোমার খুব শীঘ্রই শরীরের পোশাক থাকবে না খুব
You are here
Home > Posts tagged "জাতিগত সমস্যা"