নদী ছিলাম ছোট হাওর কিংবা ডোবা নয় সাগরই ছিলাম সাগরিকা অভিজ্ঞতার ঝকমকে রস যদি জ্ঞান হয় জ্ঞানী নয়, জ্ঞান জন্ম হচ্ছে সবুজে শ্যামলে জীবন যখন টাইগ্রিস-ইউফ্রেটাস যূপকাষ্ঠে পূর্ণ ঝরনাকন্যা স্বজাতি ত্যাগ করে নীলসাধু জলে তখন তুমি গানিতিক মানুষ জলের পাড়ে আমাকে হিসাব কর ত্রিকোণমিতিক এ্যাঙ্গলে পাই -থিটার মানে মাপো আমার মানসিক বাহু আমিও হয়ে গেলাম গানিতিক ফর্মুলা এখন তোমার চোখে জীবন নেই আমি আছি নদী নয়, সাগরই ছিলাম জলের সাথে কথা বলে জলে গেলাম ছায়ার সাথে হেটেমেটে কায়া পেলাম জোছনা রাতের আকাশ তবু আকাশ পেলাম ফুলরঙ্গ গন্ধে চলে বাগান সুবাস চলছি রোজ জলের ভেতর সাগরবাস
You are here
Home > Posts tagged "ইউফ্রেটাস"