ভালোবেসে কথা বলি মিষ্টি রোদে হেসে খেলি বৃষ্টি এলে জলে ভিজি মন ভেজাই প্রেমেতে অভিযোগ পুড়িয়ে দাও বন্ধু তোমার মন থেকে ।। ডাইনে নদী বায়ে কাটা উপর আকাশ নিচটা ফাঁকা শূন্যে শূন্যে শূন্য খাতা প্রেমের সংখ্যা আনতে অভিযোগ পুড়িয়ে দাও বন্ধু তোমার মন থেকে ।। আকাশ থেকে তারা এনে বাগান ফুলের গন্ধ দিনে বাতাস দিয়ে ঘর বানিয়ে রাখাল সাজি প্রেমেতে অভিযোগ পুড়িয়ে দাও প্রিয় তোমার মন থেকে ।।
You are here
Home > Posts tagged "অভিযোগ পুড়িয়ে দাও"