ভেতর বাহির তালাআয়ু চাবি খোলাজীবন দেখি জগত দেখি দেখি না তোমারেকোথায় আছো কেমন আছো প্রানো বন্ধুরে।। কোকিল ডাকে ডালে ডালেমন নাচে তালে তালেতুমি চলো মন কমলেদেখি না তোমারেকোথায় আছো কেমন আছো প্রানো বন্ধুরে।। ভোরের আলো ফুটেকৃষক যায় মাঠেকৃষাণী কলসি কাঁখে নদীর জলেকোথায় আছো কেমন আছো প্রানো বন্ধুরে।। ফুল ফোটে গাছে গাছেভ্রমরা ফুলে ফুলেজোছনা হেলে দুলে নদীর জলেকোথায় আছো কেমন আছো প্রানো বন্ধুরে।।
You are here
Home > জলেশ্বরী (Page 3)