পাখিটা উড়ি উড়ি উড়ি উড়ি করে পাখিটা ঘুরি ঘুরি ঘুরি ঘুরি চলে।। পাখিটা পথ চিনে না পাখিটা ভাষা জানে না পাখি তো জন্মের কানা পাখিটা পথে পথে পথে পথে ঘোরে।। পাখিটার আশায় ফুরায় না দুনিয়া তাকে ছাড়ে না পাখি তো স্রোতে ভাসে না পাখিটা ভেসে ভেসে ভেসে ভেসে চলে।। পাখিটা কান্নায় হাসে পাখিটা পিঞ্জিরা ভাঙে পাখি ত চোখে আসে না পাখিটা দমে দমে দমে দমে চলে।।
জলেশ্বরী
আকাশ কিনবো নদীর পাড়ে
আমি একটা আকাশ কিনবো নদীর পাড়ে চাঁদের আলোয় তিল বসাবো নীলের গায়ে হলুদ কালার আলো থাকবে জল বরাবর জলের নিচে মাছের আবাস সুখ তরাতর বৃষ্টি এলে প্রেমের চালে শব্দ হবে চুলগন্ধ ফুলের চালে নাকে যাবে সবুজ একটা পাহাড় নামবে দূর জানালায় মেঘের একটা নহর নামবে ঘাটু ঝরনাগায় মধ্যরাতে তারার দল রীতিমতো দিবে কল সবুজ হাসি মনের দেশে উঠোন পথে চলবে হেসে আঙ্গুল আমার তোমার ক্ষেতে করবে চাষ রাত বিরাতে সবুজ একটা আলো এসে পড়বে তোমার নরম ঠোঁটে আমি তখন গরম বাতাস শরীর তোমার তুলার তাস আমি একটা বাড়ি করবো নদীর জলে তোমার সাজে ঠিক তখন আমার আকাশ সজল এক প্রেমের লাজে
বেচেঁ থাকার স্বপ্নটুকু
রাত, রাত, একটু আসো, ও রাতের তারা প্রেমের আজ বিচার হচ্ছে আন্তর্জাতিক ধারা।। ভিন্ন গ্রহের শিল্প তুমি, তোমার ছবি আঁকি শিল্প, শিল্পী কথা হবে, এইটুকু শুধু বাকি তোমার কথায় কী যে ভাবি, ভাবনা খোঁজে পাইনা অবলা শত নাবলা কথা বলেও বলা হয় না।। রাত বিকেলে ফোনে যখন তুমি আমায় ডাকো ঘুম পাড়ানির মাসি-পিসি ঘুমিয়ে তুমি থাকো আমি তখন সিড়ি ভেঙে খোলা মাঠে দাঁড়ায় ইচ্ছে জাগে মনের তোমাকে ছিঁড়ে কেটে দেখায়।। কোনো রাতের শেষ প্রহরে সেলাই ছিঁড়ে দেখায় তোমার মনের একতারা তখন দুতারাটা বাজায় বেচেঁ থাকার স্বপ্নটুকু তোমার কুলে রাখি প্রেমের বিচারের ফাসিঁ হয় না, মৃত্যুযন্ত্রণা বাকি।।
জমা হওয়া অনেক কথা
বন্ধু গেলা রে
বন্ধু গেলা রে গেলা বন্ধু রাইখা আমায় আন্ধারে।। পূর্ণিমা রাতে তোমার হাতে বকুল ফুলের মালা মেঘনার তীরে আন্ধার ঘরে আমি যে একেলা মনে ব্যাথা মুখে নাই কথা চোখে ঝরে অঝোর ধারা।। পাখি ডাকে আগের মতো গাছে বসে গানপাখি উদাস নদী বৈঠা চালায় নৌকাতে নাই মনমাঝি আকাশ ভরা শুধু তুমি পাখির ডানায় এই আমি।। বন্ধু গেলা রে গেলা বন্ধু রাইখা আমায় আন্ধারে।।
বাড়ছে কমছে গতি
দিন থেকে যায় দিন বয়ে যায় দিনঘরে স্মৃতি ঘর থেকে বার বার থেকে ঘর বাড়ছে কমছে গতি তোমার সাথে দেখা হলো কথা হলো অনেক দুজনে আজ পাতাকুড়ি বৃষ্টিধরা মেঘ কাজল কালো তোমার চোখে খেলছে আমার কাল আমি তোমার প্রথম পুরুষ মহাকালের তাল তোমার নামে আকাশ কিনে দেবো উপহার হলুদ নদী আচলে তোমার চোখে পদ্মহার একটা জীবন তোমাকে দেবো নেবো তোমার মন সময় যেমন তেমন মতো রবো আজীবন
জানিনা কেন যে
জানি নাকেন যেতোমারে বেসেছি ভালো বেসেছি ভালো।।তোমাতেতোমাতেপেয়েছিআধার আর আলোআধার আর আলো।।আমিআমি তো ছিলাম একাএলেএলে তুমিদিলে দেখা দিলে দেখা।।নিশিদিন প্রতিদিন ডাকি তোমায়অন্তরে ছবি আকাতুমি ত নাই তুমি ত নাই।।জানি তুমি ফিরবে না আর কোনোদিনশুনবো না প্রিয় সুর স্মৃতিতে মলিনস্মৃতিতে মলিন।।https://video.fcgp17-1.fna.fbcdn.net/v/t42.9040-2/118697373_576946926395293_1148964939132445363_n.mp4?_nc_cat=101&_nc_sid=985c63&efg=eyJ2ZW5jb2RlX3RhZyI6ImxlZ2FjeV9zZCJ9&_nc_ohc=CU-PH7zAppoAX_QjHG6&_nc_ht=video.fcgp17-1.fna&oh=8194a6f221813acb8eba1980f1dcf280&oe=5F54E5F6#_=_
দূরাগত তারা
মিছে মিছে এতো কেন স্বপ্ন সাজে মিছে মিছে এতো কেন দুতারা বাজে মিছে মিছে এতো কেন মনটা সাজে দূর কুয়াশায় দূর কুয়াশায় স্বপ্ন মেলে দূরাগত তারা কেন আমাকে ডাকে আমি কেন ঝরে যাওয়া মেঘের বাঁকে ভোর কুয়াশায় ভোর কুয়াশায় স্বপ্ন খোলে দূরাগত তারা সদা একা না থাকে একা মনটা ছেড়ে ঝঞ্জা ছোটে তার পাশে ঘন কুয়াশায় ঘন কুয়াশায় স্বপ্ন দোলে 29082014, 313
রেললাইনের পাথর
তুমি কি ভুলে গেছো তুমি কি ভুলে গেছো বিছানো সে রাত পাখিদের ঘরে ফেরা হয়নি হয়নি হয়েছে আমাদের প্রভাত।। প্রবাল ভেসে যায় ভেসে যায় থেকে যায় থেকে যায় রেখে যায় রেখে যায় আমাদের রাত।। গল্প জমা হলে মেঘেদের দেশে গেলে বৃষ্টি হয়ে ঝরে সৃষ্টি হয়ে ঝরে গল্প বিরাট ।। চোখে চোখে কথা বলা ইশারায় পথ চলা মনে মনে গন্ধ তুলা দুটি মন এক হয়েছে দুটি মন এক রয়েছে হয়েছে লোপাট।।