কি নামে ডাকিলে তোমায় ডাকবে আমায় বান্দা বলে আমি অধম আমি কাঙাল না চলি ছলে বলে।। তোমার আমার মাঝে অদৃশ্য এক পর্দা খেলে দয়া গুনে মায়া গুনে নাও না তুমি পর্দা তুলে।। কোথায় ছিলাম কোথায় আমি দিন কেটে যায় এইনা ভেবে সবই পাবো সবই পাবো দয়াল তোমার দেখা পেলে।।
জলেশ্বরী
বন্ধুর কুলে মাথা রেখে
বুঝালো সে বুঝলাম শেষে
দেখার আশায় পাল তুলেছি
অভিযোগ পুড়িয়ে দাও…
ভালোবেসে কথা বলি মিষ্টি রোদে হেসে খেলি বৃষ্টি এলে জলে ভিজি মন ভেজাই প্রেমেতে অভিযোগ পুড়িয়ে দাও বন্ধু তোমার মন থেকে ।। ডাইনে নদী বায়ে কাটা উপর আকাশ নিচটা ফাঁকা শূন্যে শূন্যে শূন্য খাতা প্রেমের সংখ্যা আনতে অভিযোগ পুড়িয়ে দাও বন্ধু তোমার মন থেকে ।। আকাশ থেকে তারা এনে বাগান ফুলের গন্ধ দিনে বাতাস দিয়ে ঘর বানিয়ে রাখাল সাজি প্রেমেতে অভিযোগ পুড়িয়ে দাও প্রিয় তোমার মন থেকে ।।
চলে যাবো বহুদূর
তবু আসে না
নদীরে, ওরে মরা নদী
ঘর নেই বাড়ি নেই রাস্তায় সুখ নেই
অপরাধ খুলে কেউ ভুলে গেছে মানুষের মুখ অপরাধ খুলে কেউ কেড়ে নিল মানুষের সুখ।। ঘর নেই বাড়ি নেই রাস্তায় সুখ নেই জেগে আছে অবিচার দ্বন্দ্ব মানবতা মানবতা মানবতা মানবতা মানবতার স্লোগান বন্ধ।। আজকের শিশু নেশায় ভাসছে কালকের শিশু অস্ত্র হাতে ফুল কন্যাটি ভুল পথে হাঁটছে জেগে আছে অবিচার দ্বন্দ্ব মানবতা মানবতা মানবতা মানবতা মানবতার স্লোগান বন্ধ।। পাখিদের ঘর নেই জলেতে মাছ নেই শান্তিতে নেই শান্তির পায়রা জেগে আছে অবিচার দ্বন্দ্ব মানবতা মানবতা মানবতা মানবতা মানবতার স্লোগান বন্ধ।।
তোমরা তোমরা মহান
তোমাদের ঘরে থাকে বিলাসবহুল দামি গাড়ি আমাদের ঘরে থাকে গরম বাতাস শুন্য হাড়ি শ্রমিক ঝরায় ঘাম পায় নাকো তার দাম বছর বছর ধরে তাদের রক্ত খেয়ে তোমরা তোমরা মহান।। তোমাদের ঘরে থাকে বৃষ্টি বিলাস এসি বাতাস আমাদের ঘরে থাকে ঘামাচি আর কান্না প্রলাপ শ্রমিক ঝরায় ঘাম পায় নাকো তার দাম বছর বছর ধরে তাদের রক্ত খেয়ে তোমরা তোমরা মহান।। তোমাদের ঘরে থাকে দামি সোফা রঙিন টিভি আমাদের ঘরে আমরা রোদে পুড়ি বৃষ্টি ভিজি শ্রমিক ঝরায় ঘাম পায় নাকো তার দাম বছর বছর ধরে তাদের রক্ত খেয়ে তোমরা তোমরা মহান।।