
পাখির একটা গল্প ছিল
শুনেনি কোনো নৌকা
পাতার একটা কথা ছিল
শুনেনি কোনো বাতাস
আমাদের ঘর ভরে যায় গন্ধরাজ
আমাদের ঘর পেয়ে যায় হাসনাহেনা
একটি ফুলের দুটি কথা জীবন দিয়ে আঁটা
জোছনা রাতে বৃষ্টিমাখা আকাশগঙ্গা ঢাকা
কলকাতা কলকাতা কলকাতা
শুনেনি কোনো কথা
শুনেনি আমার কথা
নদীর একটা গল্প ছিল
শুনেনি রাতের চাঁদ
পাহাড়ের একটা কথা ছিল
শুনেনি সোনালি রাত
আমাদের ঘরে থেকে যায় নীরবতা
আমাদের ঘরে নামে উদাস পাতা