You are here

কথোপকথন [ ৪ ]

— একটা কথা বলতে চাই, আপনি মাইন্ড করবেন বাসুদেব?
আগে বলো, তারপর মাইন্ড করি।

— হা হা হা, বাসুদেব আপনি রসিকতার রাজা।
— আপনাকে অনেকে লম্পট, নারীলিপ্সুক বলে।
হা হা হা, যারা বলে অতিসত্য কথা বলে, তবে সত্য বলে না।

— কেমন বিষয়টা বাসুদেব, ঠিক মাথার উপর দিয়ে গেলো?
অর্জুন গাছের ছাল থাকে না, জানো তুমি?

— জ্বি বাসুদেব, হরিণের সুস্বাদু মাংস যেমন হরিণের শত্রু তেমনি অর্জুন গাছের ছালের অধিক উপকারিবোধ তাকে গাছের সাথে থাকতে দেয় না।
যে নারী আমাকে অধিক ভালোবাসে সেই আমার উপর কলঙ্কের অলঙ্কার লেপন করে যাতে শেষপর্যন্ত আমার শরীরে ছাল থাকে।

শোনো অর্জুন, তোমাকে একটা কথা বলি।
— বলুন বাসুদেব, আমার মনোযোগ আপনার দাসত্ব মেনে নিতে প্রস্তুত।
জোলেখা ইউসুফকে জেলে দিয়েছিল, অনেকে অনেক কারন বলে থাকে, মূল কারন আরেকটা— জোলেখা চেয়েছিল ইউসুফের সৌন্দর্য অন্যকোনো নারী না দেখুক এবং জোলেখা প্রায়ই চুপিচুপি কারাগারে ইউসুফকে দেখতে যেতো।

— ও মাই গড! একি বললেন বাসুদেব!!
শোনো অর্জুন, নারীর দেয়া আঘাতেও মমতা থাকে, সেই মমতা ধারণ করতে পারলে মায়ার জগতে যাবে তুমি— মায়া থেকে এই মহা জগতের সৃষ্টি— মহাকাল মায়ার মোহনজালে টিকে আছে।

Leave a Reply

Top