You are here
Home > কবিতা >

আমাকে বহন করে যাচ্ছি

বহন করে যাচ্ছি— আমাকে বহন করে যাচ্ছি আমি— উত্তর থেকে দক্ষিণ— দক্ষিণ থেকে পশ্চিম— পশ্চিম থেকে পাতাদের সংসার পর্যন্ত।

সন্ধ্যার মুখে বাতাস নড়েচড়ে— অমায়িক হাসি ☺ ঢলে পড়ে চোখের ছায়ায়— চোখেরা কথা বলে— মুখ চুপচাপ— বিধবা চাওয়া সূর্যাস্তের পথ চিনে না— পথিক ভাবনায় নামে— ভাবনাযানে তার ঠোঁটে উড়তে উড়তে বাড়ে তিয়াসা— চোখে ভাসে তার মুখ যেনো জোছনা শরৎ প্যাগোডা হাসি— বলা হয় না তাকে বলা হয় নাই তাকে রাতের ট্রেন তুমি বড় ভালোবাসি— ঝকঝকা রঙের ঘোড়াময় শব্দ— শিবিরে পিদিম আলো মিটমিট গন্ধে মিষ্টি কুয়াশা ছড়ায়— শব্দের ভেতর নীরবতা রাশি রাশি— মহাকালের নৌকায় পথিক পথ চেয়ে থাকে জলের জোয়ারে ব্রহ্মালোক আকাশ।

আবেগের মিছিল— আন্দোলনে তুমিহীন আমি— বহন করে যাচ্ছে— আমাকে বহন করে যাচ্ছে আমি— পালতোলা নৌকার ডাক— আত্মাবৃষ্টি রোজ ভেজায় পলিমাটির দেহ।

মানুষের সেবায় থাকবে বলে যে দেহ গাছ হলো তাকে তোমরা মৃত বলো না— তারা জীবিত— মৃত চোখ কালোজামা পরে গ্যালাক্সির পথে সূর্যের ☀ কথা বলে— বলেও হলো না বলা— আমাকে বয়ে বেড়াচ্ছি আমি— আদমিকাল থেকে বাতাসিয়া পৃথিবীর সব পথ ধরে— দরিয়ার জল প্রেমে বাড়ে প্রেমে কমে— কামের ঘরে তালা দিলে জোয়ার আসে জ্বর আসে— আষাঢ় মাস কেবল নামিক আশ্বাস— ভেতরবাগানে সংসার করে আরও ভেতরমুখী ফুল ❀— আশারও থাকে লুকানো আশ্বাস— আশা ও আশ্বাস খেতে খেতে চিন্তা মহাকাব্য মহাকাল— ধূমকেতু সূর্য নাট্যমঞ্চ থিয়েটার।

নিজেকে বহন করতে করতে আজ আমি মানুষ— মহাকালের নির্মম গণহত্যা মানবসভ্যতার লাশ।

Leave a Reply

Top