মানুষের সেবায় থাকবে বলে যে দেহ গাছ হলো তাকে তোমরা মৃত বলো না— তারা জীবিত— মৃত চোখ কালোজামা পরে গ্যালাক্সির পথে সূর্যের ☀ কথা বলে— বলেও হলো না বলা— আমাকে বয়ে বেড়াচ্ছি আমি— আদমিকাল থেকে বাতাসিয়া পৃথিবীর সব পথ ধরে— দরিয়ার জল প্রেমে বাড়ে প্রেমে কমে— কামের ঘরে তালা দিলে জোয়ার আসে জ্বর আসে— আষাঢ় মাস কেবল নামিক আশ্বাস— ভেতরবাগানে সংসার করে আরও ভেতরমুখী ফুল ❀— আশারও থাকে লুকানো আশ্বাস— আশা ও আশ্বাস খেতে খেতে চিন্তা মহাকাব্য মহাকাল— ধূমকেতু সূর্য নাট্যমঞ্চ থিয়েটার।
নিজেকে বহন করতে করতে আজ আমি মানুষ— মহাকালের নির্মম গণহত্যা মানবসভ্যতার লাশ।