You are here
Home > কবিতা >

আকাশে বাড়ি বানানোর পর

আকাশে বাড়ি বানানোর পর
বাড়ি বানানোর কয়েকদিন পর
এবং
দুইয়ের সাথে দুই যোগ করার পর
যোগফল যখন জনগণের বদলে সরকার হলো
তখন
ঠিক তখনই
পৃথিবীতে নেমে আসে জোছনার প্লাবন
চোখে নাকে কানে সাদা আর হরিণ রঙের ফুলের মেলা
দূর থেকে ভেসে আসে মানবাধিকার কান্না
কান্নাকাটি সেরে তিনি চললেন পুরাতন বাড়ির খুঁজে
বাড়ি মিলেও গেলো
মোবাইল রেকর্ড
দারুণ কাজ
জমজমাট ফেইসবুক ইউটিউব টুইটার
কেবল ফতুর হচ্ছে ভিখারি আবেগ
গাছে পাতা না থাকলে তার কী? কিচ্ছু হবে না
ব্যাংকে মেঘ না থাকলে তার কী? কিচ্ছু হবে না
বাতাসে ভোর না থাকলে তার কী? কিচ্ছু হবে না
জমানো আলোতে তার চশমাচোখ পেয়ে যাবে পথ
জমানো চালে তার ক্ষুধার্ত মুখ পেয়ে যাবে ঘাস
জোছনার প্লাবন বাড়তে থাকবে
শীতার্ত চোখে পাহাড় নেমে ভাসবে গরম জলে
পর্যাপ্ত পরিশ্রম স্বার্থক করেছে আকাশের গল্পছাদঘুড়ি
জলপ্রেম দেখেছে হাজার বছর তারা ফুল ফুল
গভীর স্রোতে উজানে টানা সাপ পাথর নুড়ি

Leave a Reply

Top