
ঢেউয়ের তালে যে পা ছুটে আসবার কথা
সে পা ছুটে গেছে সাগরের পরপারে
এক উদাস দুপুর
পুকুর পাড়ে দাঁড়িয়ে
নদী ও হাঁসের খেলা দেখে
পুঁটি মাছের মিছিল
শ্যাওলার কোলাহল
চোখে এক বিভ্রম স্মৃতি
স্মৃতির জাদুঘর
সময়ের মহাজন অস্ত্র দিবে— খাদ্য দিবে না
ক্ষুধার্ত আবেদন জাগ্রত করে রাগের নিউক্লিয়াস মেমব্রেন
চোখে গত শতাব্দীর লিটলবয় ফ্যাটম্যানরাগ
মানুষের জন্মদিন কবে মা
তোমার ছেলে পশুদের কার্নিবাল দেখে উজ্জীবিত হয়েছে
ঢেউয়ের এ্যারিনায় মানুষের মৃত্যু তারিখ লিখবে
হার্ডলাইনে বাজবে ভরতের গীতবিতান
কয়েক প্যাক ইথানলে সজ্জিত হবে মনের বাগান
মানুষের জন্মতারিখ আছে কী মা
মানুষের ধর্মতলায় মানুষ তো পশুর শিরোনাম পড়ে
প্রাণির মৃত্যু হলে হয়তো মানুষ পেতো মৃত্যুর ইতিহাস
ইতিহাস নয়— ভুলের সংগ্রাম