
ছোট জানালা
বড় মাঠ
ছোট মাঠ
বড় জানালা
আকাশ দেখা যায় আকাশ ধরা যায়
নীড়ধরা সন্ধ্যাপাখি
ছোট নৌকা পানসে নদী
শ্যামাকন্যা জলঘাট
পালতোলা দেহতরী
জলে জন্ম জলে মরি
দালান ঘরে মাটির আশা
মাটির ঘর মাটির আকাশ দুটি চোখ
চোরের আশা চড়ুই পাখি চলে যাওয়া প্রাণমুখ
অবহেলিত বাক্যে মরে যায় নরম তুলতুলে মন
ব্যস্ত শহর ব্যস্ত মানুষ ব্যস্ত ধন জন
ঠান্ডালাগা গলা
কান্নাভেজা গলা বুঝে তারা আপন আপন যারা
ঘুম চোখে বাউল পাখি কোন সুরে গায় গান
কেমনে বুঝি আমার মনে তোমার মনের টান
ছোট জানালা
বড় মাঠ
খোলা আকাশ খাবনামা ফালনামা ও তাবীর
খেলছে চোখ খেলছে হাত খেলছে খোলা কান
দূরে তুমি সময়-সুতা
মানুষ ঘুড়ি অসীম সীমায়
তুমি ঝড় তুমি শীত তুমি বন্যা তুমিই কলেধরা বান