
- সাধারন এমন অসাধারন যে চোরকে মারে কিন্তু সন্ত্রাসকে ভয় পায়
- সাপের বিষদাঁত তুলে নিতে হয় সাপকে মারার জন্য নয় সাপ যাতে মারতে না পারে সেইজন্যে
- ফুল, ফুল হওয়ার জন্য গন্ধ ও সৌন্দর্য বিলায় না, গন্ধ ও সৌন্দর্য বিলায় বলে তার নাম ফুল
- ফেরেশতা স্বাধীনতা চাইলে শয়তান হয়ে যায়
- বলাকা একটি ব্লেডের নাম
- দীর্ঘশ্বাসের পৃথিবী হয় নীল নয় লাল
The world of high exhale either blue or red
- জুতা নির্বাচনে আর সঙ্গ নির্বাচনে খুব বেশ চোজি হতে হয়। দুটাই চলার মিহি গতিতে থামিয়ে দিতে পারে কিংবা জীবনের গতিতে করতে পারে মসৃণ বেগবান
- ইবাদত করে আল্লাকে যদি পাওয়া যেতো রিক্সাচালক হতো পৃথিবীর একমাত্র টাকাওয়ালা। টাকা দিয়ে যদি আল্লাকে পাওয়া যেতো রিক্সাচালক হতো পৃথিবীর একমাত্র গরীব।
- কেউ যখন কোনো বিষয়ে ভালো জানে তখন সেই বিষয়ে সে কথা বলে এক ঘন্টা কিংবা তারচেয়েও কম সময়, কেউ যখন কোনো বিষয়ে কম জানে তখন সেই বিষয়ে সে কথা বলে এক সপ্তাহ কিংবা তারচেয়েও বেশি সময়। ভালো কিছু আসলেই আয়তনে ও ওজনে কম হয়, দুধের চেয়ে দুধের মাখন আয়তনে ও ওজনে অবশ্যই কম
- বাথরুম বর্বর। বাথরুম আদিম। বাথরুম মানে না তথাকথিত সভ্যতার খোলস। বাথরুম দিয়ে থাকে শুদ্ধতা, মিনিপ্যাক প্রশান্তি। বৃদ্ধ, বৃদ্ধা, বোদ্ধা, দম্পতি, শিশু কিংবা আচার্য সবার জন্য বাথরুম খুলে রাখে তার মন, সংরক্ষণ করে সরাসরি সবার আপন গোপন। বাথরুমসভ্যতা প্রাচীন, পৃথিবীর মতো আপন, মানুষের চিরায়ু স্বজন
- বাংলাদেশের যখন কম্পিউটার আবিষ্কার করার বয়স বাংলাদেশ তখন কম্পিউটারে কয়টা নাটবুল্টু আছে তা মুখস্থ করে মোটা বেতনের চাকরি পায়। চাকরি পেয়ে বাংলাদেশ নয়টা পাঁচটা নাটবুল্টু বিষয়ক অফিস করে, অফিস শেষে ফার্মের মুরগী দিয়ে ডিনার করে সোজা বিছানায় চলে যায়। বিছানায় কোনোদিন আধাঘন্টা একঘন্টা টুর্নামেন্ট খেলে কোনোদিন খেলে না। যেদিন বাংলাদেশ বিছানায় কোনো প্রকার টুর্নামেন্টের আয়োজন করে না সেদিন ডিনার ডাইজেস্ট না হওয়ার কারনে পেটে গ্যাস পড়ে। তাই বাংলাদেশকে প্রায় প্রতিদিন ট্যাবলেট বিষয়ক অফিস করতে হয়। এইভাবেই হিমালয় থেকে সুন্দরবন তারপর হঠাৎ বাংলাদেশ!
- নারী আর ভারতবর্ষের পুলিশের মানসিক গঠন এক— দুর্বলের উপর প্রবল, প্রবলের নিচে দুর্বল
- যারা স্বপ্ন দেখতে জানে তারা দুঃস্বপ্নকে হত্যা করে না। কারন যে ফুল থেকে বিষ পাওয়া যায় সেই ফুল থেকেই মধু সংগ্রহ করা হয়। আকর এক, আকর থেকে আস্বাদনবোধ, আস্বাদন উপাদান ভিন্ন।
- আমি নিশ্চিত আপনি ফেরেশতার পেট থেকে জন্ম নিয়েছেন, তাই প্রতিনিয়ত মানুষের ভুল ধরবেন
- ফেইসবুক
কালিদাসের মেঘদূত।। রাধা-কালার বড়ায়ি || ইংরেজদের মীর জাফর।। দেসদিমনার রুমাল।।
- বিয়ের প্রথম কয়েক বছর পাওয়ারপ্লে চলে। এই সময়টাতে জামাইবাবু চার ছক্কা পিটায়। এই সময়টাতে জামাইবাবুকে বিরক্ত না করা ভালো। মানে তাকে তার মতো খেলতে দেন। এই সময়টাই রান তুলে নেয়ার যোগ্য সময়। একসময় ফিল্ডার সারা মাঠ ছড়িয়ে যায়। তখন জামাইবাবু আস্তেধীরে ইনজামাম কিংবা রাহুল দ্রাবিড়ের মতো দেখেশুনে খেলে। তখন পানি পানের বিরতিও চলে। তখন জামাইবাবুকে চা খাওয়ার জন্যে ডাক দেয়া যেতেই পারে। চল্লিশের শেষে আবার পাওয়ারপ্লে। তখন কিন্তু আবার চার ছক্কা পিটানোর মৌওসুম। তখন জামাইবাবু আবার ব্যস্ত হয়ে পড়বে। তখন আবার তাকে তার মতো খেলতে দিতে হবে। জামাইবাবুদের খেলা শেষ হয় না। তবে অনেকে অধিক খেলতে গিয়ে মাঠ ছাড়তে হয়।
- আপনার বন্ধুর গার্লফ্রেন্ড আপনার সম্পর্কে যেমন ধারনা রাখে আপনি আসলে আপনার বন্ধুর কাছে তেমন, আপনার বয়ফ্রেন্ডের বন্ধু আপনার সম্পর্কে যেমন ধারনা রাখে আপনি তার চেয়ে একটু হলেও ভালো
- সুখের ভেতর সুখ পাওয়া যায় না, আগুনের ভেতর যেমন আগুন থাকে না; দুঃখের ভেতর দুঃখ পাওয়া যায় না, জলের ভেতর যেমন জল থাকে না; সূর্যের দেশে সূর্যকে খুঁজে হয়রান, চাঁদের আয়নায় সূর্য বীর্যবান।
- অনেকে চামড়া বিক্রি করে লেখক সাজে, একসময় তাদের চামড়া সস্তা হয়ে যায় তখন তাদের লেখাও আর আসে না
- চাওয়া মানে ভালোবাসা নয়। ভালোবাসা মানে পারস্পরিক পাওয়া যতটুকু চাওয়া। চাওয়ার ভেতরেও থেকে যায় এক অতৃপ্ত দ্বীপ। যেখানে থাকে প্রেম, প্রেমিক, প্রেমিকার বাসা। আকাঙক্ষার ভেতরে স্বপ্নের আশা। Wanted yearning is not love. Love means mutual living. A hollow island is yes for the loveable aspirations that are the drone of affluence, love and love escort. Affable wish amid the hope.
- আলো অন্ধকারের নিন্দা করে না, চ্যালেঞ্জ করে
- বাংলাদেশে বড় হওয়া মানে পাওয়ারের অধিকারী হওয়া। যার কাছে পাওয়ার আছে সেই সবচেয়ে বড় মানুষ। একসময় লাঠির পাওয়ার খুব গুরুত্বপূর্ন ছিল। এখন টাকার আর প্রশাসনিক পাওয়ার খুবই গুরুত্বের দাবিদার। কোনো মানুষ যখন এই তথাকথিত গুরুত্বপূর্ন পাওয়ারের দিকে যেতে থাকে তখন অন্যরা মানুষটির লেজে ছাই দিয়ে ধরে পেছনের দিকে টানতে থাকে। সকল টান উপেক্ষা করে মানুষটি যখন পাওয়ারের অধিকারী হয় তখন অন্যরা মানুষটির লেজে তেল ঘি মাখতে শুরু করে। বাংলাদেশের মানুষ আসলে পায়ের নিচে রাখা আর মাথার উপরে রাখার কাজটা ভালো পারে, বুকে টেনে রাখবার কাজটি এখনো শিখে উঠেনি।
- ভালো মানুষদের জানতে হয় তার পাশে ভালো মানুষ কারা, খারাপ মানুষদের জানতে হয় না তার পাশে খারাপ মানুষ কারা। ভালো মানুষ তার পাশের ভালো মানুষদের না চিনলেও খারাপ মানুষ ঠিকই তাকে চিনে রাখে এবং চিনে রাখার মাশুল ভালো মানুষটি ভালো করেই পায়। একা ভালো মানুষ কখনো ভালো মানুষ নয়, একা পশু সব সময় একাই পশু।
- অভি মানে সত্য, নয় মানে অনুপস্থিত। অভিনয় মানে সত্যের অনুপস্থিত। মিথ্যাকে সত্যের মতো করে উপস্থাপন করাই অভিনয়। ঘোড়ারক্ষক শেক্সপিয়ার মানুষকে রঙমঞ্চের অভিনেতা বলেছেন। আসলেই সামাজিক জীবনে আমরা ভালো অভিনেতা। ফলে আবৃত থাকে স্বাভাবিকতার অমৃত সৌন্দর্য। কৃত্রিম আহবান কানে পৌঁছে, প্রাণে পৌঁছে না, কৃত্রিম দৃশ্য চোখে প্রবেশ করে, মর্মে প্রবেশ করে না।
- হে প্রভু, আপনি মিডিয়াকে এমন শক্তি প্রদান করেন যাতে তারা ক্রিকেট বলকে ফুটবল হিসেবে দেখাতে পারে। ক্রিকেট বলকে ফুটবল হিসাবে দেখাতে পারছে না বিধায় তাদের কোটি কোটি টাকা লস হয়ে যাচ্ছে। এই লস প্রক্রিয়া চলতে থাকলে মিডিয়া পথে বসে যাবে, হে প্রভু , মিডিয়ার প্রতি আপনার নেকনজর প্রদর্শন করুন। আমিন। ছুম্মা আমিন ।
- এই চোখ দিয়ে সব দেখা যায় কিন্তু দেখানো যায় না
- খাবারের ব্যাপারে মাত্রাজ্ঞান থাকলে বদহজমের সম্ভাবনা থাকে না, সন্তুষ্টির ওভার ডুজ আত্মার মৃত্যুর কারন হতে পারে। এতো সন্তুষ্টি আপনি কোথা থেকে পান যখন পূর্ন তৃপ্তি সতেজ মানুষের পরকালের নাম?
- রাতে গান শুনতেছিলাম। গভীর রাত। হঠাৎ একজন মানুষকে অভিশাপ দেয়ার ইচ্ছা হলো। সাথে সাথে নিজেকে ধমক দিলাম।ধমক দিয়ে বললাম— ফুল যতদিন জীবিত থাকে ততদিন সে সুগন্ধ বিলায়, ফুল মারা যাওয়ার পর পচে গিয়ে দুর্গন্ধ নামায় পরিবেশে। রেজা ভাই, তুমি এখনো মারা যাওনি, পচে যাওয়ার প্রশ্ন ত অনেক পরে। মন আমার স্কুলের বেঞ্চে কান ধরে দাড়িয়ে থাকার মতো কিছুক্ষন দাড়িয়ে থাকে, তারপর আস্তে আস্তে বলে— আর এমন ভুল হবে না।
- একটি গাছ থেকে যখনই একটি পাতা খসে পড়ে, পাতা জানে তার বেদনা কতটুকু। গাছেরও বেদনা অপার। মূল থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনা কখনো শেষ হয় না, শেষ হওয়ার না। তারপরও পাতা সাজানো পৃথিবীতে সংসার গড়ে, হাসে, গায়, আনন্দে নৃত্য করে, প্রসংশা পায়। কিন্তু তাতো পাতার জন্য বরফের দৃশ্যমান অংশের মতো ভাসমান। ভাসমান দৃশ্যের বাইরেও পাতার একান্ত নিজস্ব পৃথিবী রয়েছে যা থেকে আজ সে অনেক আলোকবর্ষ দূরে। প্রিয়তার দুঃখ মেনে নেয়া যায়, ভুলে থাকা যায় না। তাইতো পাতার সুখ চিরকালের দুঃখ, পাতার দুংখ স্বজনহারানো দুংখ ঝরনার মতো ঝরছে তো ঝরছো!
- ইঁদুর বিড়ালের খেলনা নয়, খাবার। বিড়ালের জীবনের প্রয়োজনে ইঁদুরের জীবন প্রয়োজন। জীবন খেয়ে জীবন বাঁচে জীবনচক্রটিই এমন।
A mouse is not a tiny toy of the cat. The mouse is food for the cat. For the existence of the cat, the life of the mouse is essential. Life protects life being biological reverse.
- বিড়াল ভালোবাসা প্রকাশ করে কামড় দিয়ে, বিড়ালের ভালোবাসাকে স্বীকার করি কিন্তু বিড়ালের কামড়কে অস্বীকার করি
- মনোবল বাজারের ঔষধের চেয়ে শক্তিশালী। ব্যায়াম খাবারকে ঔষধে রূপান্তর করে। ব্যায়াম খাবার মনোবল এই ত্রিফলা দৈনন্দিন কর্মকাণ্ডের গ্লাসে ভিজিয়ে খেলে অনিবার্য সুখ আসে জীবনে।
- সমস্যার ভাইরাস সমাজে ছড়িয়ে দেন। তারপর যখন দেখবেন ভাইরাস ঠিকমতো কাজ করছে, মানে জনগনকে আক্রান্ত করছে, বুঝবেন আপনার ছড়ানো ভাইরাসে ভেজাল নাই। তারপর আপনিই আবার এই ভাইরাস ধবংস করার জন্য কমিটি গঠন করেন, সাংবাদিক সম্মেলন করেন, স্কুল কলেজসহ গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানে ভাইরাস সম্পর্কে সচেতন হতে আদেশলিপি প্রেরন করেন। জনগনকে দিয়েই আপনার ছড়ানো ভাইরাস জনগনের সমাজ থেকে তুলে নেন। এমন কাজটি ধারাবাহিকভাবে করতে পারলে দেখবেন আপনি রাষ্ট্র হয়ে ওঠবেন। তখন আপনার রাষ্ট্রে আমরা নিয়মিত কর দিবো এবং আন্তরিক আনুগত্য প্রকাশ করবো।
- এক কোকিল গান গায়, হাজার প্রেমিকের ঘুম নাই
- আত্মবিশ্বাসী হওয়ার আগে আত্মমগ্ন হওয়া চাই। তাহলে আত্মবিশ্বাসের রাতে জোনাকির মতো অহংকারআলো ঝলমল করতে পারে না। আত্মমগ্নতা থেকে নিজের সম্পর্কে যে ধারণা হয় তাই হলো পূর্ণময় নিজবিশ্বাস। নিজবিশ্বাসী মানুষের কাছে ডাকাত আসে না, ডাকাতি হওয়ার ভয়ে।
- মানুষ স্বাভাবিকভাবে বন্য ,অস্বাভাবিকভাবে সভ্য
- নিজের বাপের কথা মনোযোগ দিয়ে শুনলে যত্রতত্র বাপ পাতাতে হয় না
- বড় মানুষদের সম্পর্কে বড় বড় মিথ্যা থাকে, মিথ্যাটা তারাই প্রচার করে যারা বড় হতে পারে না। তবে বড়রা মিথ্যা দিয়ে বড় হয় না, বড় হয় কাজ দিয়ে।
- প্রত্যেক আচারের একটি নিজস্ব যোগ্যতা আছে প্রচারিত হবার। অথচ যার কোনো নিজস্ব আচার নেই সেই প্রচারে ব্যস্ত। সমাজে অনেক সিকি পয়সা থাকে যার কোনো ব্যবহারিক মূল্য নেই কিন্তু মানিব্যাগের আয়তন দখল করে।
- শিক্ষক আমাদের বন্ধু,পরীক্ষা নেয়ার অর্থ হলো বন্ধু বন্ধুকে অবিশ্বাস করা।
- মানুষ দেখবো বলে প্রায় চিড়িয়াখানায় যাই, গিয়ে দেখি জেলখানার মতো মানুষ যা দেয় তাই খায়,আমার মতো পশুরা মানুষকে চিড়িয়াখানায় বন্দী করেছে
- ব্যবসায়ী বউয়ের হাতে যখনই ছেলেটি পরে তখনই সে কসাই হতে বাধ্য, ব্যবসায়ী স্বামীর হাতে যখনই মেয়েটি পরে তখনই সে বিমর্ষ হতে বাধ্য। আমাদের ইদানিং ছেলেমেয়েরা কাপড়ের সৌন্দর্য দেখার আগে কাপড়ের ব্যান্ড মানে দাম দেখে। মানে এই জেনারেশন ব্যবসা শেখার আগে ব্যবসায়িক হয়ে উঠে।
- খালি কলস বাজে বেশি বিষয়টা এমন না, খালি কলস কাঁদে বেশি। কারন তার ক্ষুধা পায়।
- জামাকাপড়ে,গতরে যেমন ময়লা থাকে তেমনি মনেও ময়লা থাকে। মনের প্রধান ময়লার নাম রাগ। ময়লা ডাস্টবিনে যাওয়ার কথা। কিন্তু মানুষ ময়লা ফেলে মানুষের উপরে। ফলে মানুষ নিজের অজান্তে খুব উন্নত মানের ডাস্টবিন।
- দিয়াশলাই নিজে জ্বলার পর জ্বালাতে পারে। আগুন জানে না সে যে আগুন, যেমন জল না যে সে আগুনের জন্য পুলিশ। আগুন ও জলকে জ্ঞান দিয়ে লাভ নেই, দিয়াশলাইকে জ্ঞানস্কুলে পাঠাতে পারেন।
- একটি জনগোষ্ঠী প্রতিদিন কী পরিমানে ময়লা খায় তা সেই জনগোষ্ঠীর টাকার শারীরিক অবয়ব দেখেই অনুমান করা যায়
- অপারেশন থিয়েটারে রোগীকে নেয়া হয় সুস্থ করার উদ্দেশ্যকে সামনে রেখে, পরীক্ষাহলে ছাত্রকে নেয়া হয় অসুস্থ করার উদ্দেশ্যকে সামনে রেখে। ছাত্র পরীক্ষা দেয়ার সাথে সাথে যেন হালকা হয়ে গেলো— নে বাপ, বাঁচা গেলো। তারপরও আমার কাছে পরীক্ষাহল বাসরঘর, প্রশ্নপত্র প্রিয়তমা বান্ধবী। আমি কিন্তু পরীক্ষাহলে মিষ্টি খেয়ে ঢুকি।
- মুখস্থ করে তোতাপাখিও কিছু নাম বলতে পারে, মুখস্থ করা একটি কাজ তবে প্রতিভার পর্যায়ে পড়ে না, মুখস্থের পর্যায়কে উন্নতির মানদন্ড ধরে নিলে মানুষ এখনো তোতাপাখির মতো হয় জঙল নয় খাঁচায় থাকতো
- পুরস্কার পেলে অনেকেই প্রেগনেন্ট হয়ে যায়, স্বাভাবিক চলাফেরা করতে তাদের রুচিতে বাধে, শরীরেও বাধে
- পাহাড়কে মাটির চুলা যাতে মনে না করতে হয় তাই যথাসম্ভব দূর থেকে দেখি
প্রথম পর্ব : আফালের মাছ [ ১ ]
দ্বিতীয় পর্ব : আফালের মাছ [ ২ ]
তৃতীয় পর্ব : আফালের মাছ [ ৩ ]