You are here

আফালের মাছ [ ১ ]

  • সমাজে অপরাধী থাকে না, অপরাধীরা সমাজ বানায়, দেশে ক্রিমিনাল থাকে না, ক্রিমিনালরা দেশ বানায়। আমি অপরাধী প্রভু, তোমার বিপুলা পৃথিবীকে খন্ড বিখন্ড বিভক্ত করতে করতে দেশ কাল সমাজ নামক দেয়াল আর দেয়ালের সংবিধান রচনা করেছি।
  • পৃথিবীর সব শোষিত গাধা কখনো এক হয়ে কাজ করতে পারে না কারন তারা গাধা
  • যারা সম্পদ জমানোর চেষ্টা করেছে ইতিহাস তাদের মনে রাখে নাই, যারা নিজেকে অর্থময় করে তুলার চেষ্টায় ছিলো আজ তারা ইতিহাসের সম্পদ
  • রাজপ্রাসাদের পাখি কখনো রাজা হয় না— রাজপ্রাসাদের অলংকার হয় মাত্র
  • অন্ধকার তীব্র হলে মোমবাতির আগুনও কাজে লাগতে শুরু করে, অন্ধকার আরো তীব্র হলে দিয়াশলাইয়ের কাঠি হয়ে ওঠে মানুষের আরেক নাম
  • বিদেশ থেকে গাছ এনে দেশের মাটিতে রোপন করলেই সেই গাছ দেশী হয়ে যায় না
  • দুর্দিন মানুষের আসে না— সুদিন শেষ হয় না, সুদিন মানুষের আসে না— দুর্দিন শেষ হয় না
  • শিশুদের মন নিষ্পাপ কারন তাদের কোনো মন নেই
  • চিন্তার রক্তে লালিত পালিত হয়ে স্বাধীনতা লাভ করে শব্দ, স্বাধীন শব্দ থেকে জন্ম নেয় কবিতা
  • মানুষের কাছে বিশ্বস্ত হওয়ার চেয়ে কুকুরের কাছে বিশ্বস্ত হওয়া জরুরি। কারন কুকুর যখন ঝগড়া করে মানুষের নাম করে গালি দেয় না কিন্তু মানুষ নিজেরা নিজেরা ঝগড়া করে কুকুরের নামে গালি দিয়ে থাকে। মানুষ এই গ্রহের সবচেয়ে অবৈজ্ঞানিক প্রানি, প্রকৃতির সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে করছে এই মানুষ।
  • আমরা যারা গরীব তাদের জন্য টিনের চালে নামে কনকনে শীতকাল, কর্দমাক্ত রাস্তায় নামে বর্ষাকাল, মাথায় নামে গ্রীষ্মকাল, আর তাদের রুমে তাদের গাড়িতে তাদের মার্কেটে একটিই কাল— এসিকাল (air conditioner season)
  • পৃথিবীতে একদিন এলিয়েনরা নেমে আসবে। পৃথিবীতে এসে তারা মানুষের ভাষা বুঝবে না। তাই কেউ কেউ এখনি এলিয়েনদের ভাষায় কবিতার মতো কিছু লেখা শুরু করেছে যা মানুষ বুঝে না। আপনি যাই-ই বলুন না কেন, আমি বলবো এলিয়েন কলোনি চালু হয়ে গেছে
  • দুচার কলম লিখতে না লিখতে বই বের করতে হবে। বই বের করতে না করতেই পুরষ্কার পেতে হবে। পুরষ্কার পাওয়ার কয়েকদিনের মধ্যে লেখক টেন্ডারবাজি শুরু করতে হবে। তারপর শুরু হবে ফতোয়া দেয়া, মোনাজাত করা আর খেচুড়ি খাওয়ার ধুম। আর দালাল শ্রেনি কিন্তু হাজির, পত্রিকা বের করবে, পত্রিকা বের করে করে কোথাও খাবারের সুযোগ নিবে, কখনো চাকরী পাওয়ার সুযোগ নিবে, কোথাও সোস্যাল ক্যাপিটাল অর্জন করার লোভে থাকবে, কখনো আবার নিজের সম্পাদনা যোগ্যতা কাজে লাগিয়ে কোনো মহলের পাচাটা গোলাম হবে। তারা খুব সুন্দর করে সৌন্দর্যের কথা বলবে। তাদের সৌন্দর্যের সুন্দর বর্ননা শুনে বুঝা যাবে না তারা আসলে শয়তান ডট কমের এজেন্ট। তাহলে কখন বুঝা যাবে? বুঝা যাবে যখন তারা ফলাফলের দিকে যাবে। ফলাফলে তারা বলবে সৌন্দর্য মানে প্রিয়াংকা কারকি অথবা ফেয়ার এন্ড লাভলী।
  • বাঙালিরা যখন কোথাও ঘুরতে যায় তখন লাতা-মুরগী ঘটনা ঘটে। অর্থাৎ লাতা যেমন মুরগীকে দেখামাত্র স্পট খুঁজে তেমনি ডলার খরচ করে ঘুরতে যাওয়া বাঙালিরাও স্পট খুঁজতে থাকে। ছুটোছুটি আর দেখাদেখি করে ডলারের ওশোল তুলতে চায়। রেস্ট নেওয়াও যে ভ্রমনের একটি অংশ এই বোধটুকু ডলার খরচকারী ভ্রমনবিদদের থাকাটা জরুরী।
  • মেয়ে দেখলেই যে ছেলেটি প্রেমে পড়ে যায় সেই ছেলেটি এখনো হাঁটা শিখেনি অথবা তার শরীরে পুষ্টির অভাব
  • কত গাছ লম্বা একটা শরীর নিয়ে দাঁড়িয়ে থাকে অথচ তার ছোট একটা মনও নাই
  • জাম যতই কালো হতে থাকে ততই বেড়ে যায় পথিকের জিহ্বার লালসা
  • তাকে বললাম এক বোতল বিশুদ্ধ চোখের জল দাও, এখন তার কান্নাই বন্ধ হয়ে গেছে। রাতে ভালো একটি সিনেমা দেখতে দেখতে চোখে জল আসতেছে, বোতল এনে সংগ্রহ করতে গেলাম জল আর চোখে আসে না। আমাদের সভ্যতা বিশুদ্ধ কিছু ধরে রাখতে পারে না
  • ছেলেটি মনে মনে সিদ্ধান্ত নিলো রাতের অন্ধকারে তারা কোথাও চলে যাবে, দূরে বহুদূরে। আর মেয়েটি ভাবলো এই তো অন্ধকার নেমে আসলো, পৃথিবীর এবং জীবনের অন্ধকার…
  • এখনকার জীবনে গতি রয়েছে কিন্তু গতিময়তায় জীবন নাই
  • মানুষের ভালোবাসা দিয়ে দালান ওঠে না,ভালোবাসাহীন দালানে মানুষ থাকে না
  • ভালোলাগাকে জমিয়ে জমিয়ে ভালোবাসতে শিখিনি কেবল, ভালো নালাগাকেও ভালোবাসি,শীতকাল আমার প্রিয় বলে অপ্রিয় গ্রীষ্মে দেশ ছেড়ে পালাই না ত
  • নদী দেখলেই নৌকা ভাসাই না, আমার নৌকারও রয়েছে ব্যক্তিগত নদী
  • অনেকে মিথ্যা বলে, অনেকে নিজেই মিথ্যা
  • অল্প কষ্ট দেয়ার অধিকার যে পায় অধিক সুখ দেয়ার নিশ্চয়তা সে-ই দিতে পারে
  • সত্য স্রোতের মতো উৎসমুখী। সত্যের কোনো নিদিষ্ট মানদণ্ড নেই। সত্যের মানদণ্ড সত্তা। সত্য প্রাকৃতিক, মিথ্যা কৃত্রিম। আমরা সাধারণত মিথ্যা বলি উপকারের আশায়। কিন্তু সত্য সর্বদা মিথ্যার চেয়ে উপকারী। মানসিক বিশৃঙ্খলার প্রাথমিক পদক্ষেপ মিথ্যা। আমি যা এবং যা করি তা সরাসরি প্রকাশ করার নামই সত্য। ভাষার সীমাবদ্ধতা রয়েছে। তাই কৃতকর্মের পরিপূর্ণ কখনো প্রকাশ করা সম্ভব নয়। তাই যাকে আমরা সত্য বলে মানি তা আংশিক সত্য আর যাকে মিথ্যা বলে চালিয়ে দেয় তাও আংশিক মিথ্যা।
  • যন্ত্রনার কারুকাজ নির্মোহ শক্তিশালী যা মানুষকে ভেতর থেকে জাগিয়ে তুলে
  • নিজেকে খুঁড়তে থাকি। ‘আমি’ কে আবিষ্কার করতে। যে আমিকে জন্মগত ভাবে সাথে নিয়ে চলছি। শরীরের নদী-নালা, খাল-বিল খোঁজে তার দেখা পাই। দেখে যেন মনে হয় চিনি উহারে। কিন্তু হায়! একি? ‘আমি’তো বড় বেশ শংকর, বড় বেশি শোষণের রক্তে ভেজা। তখন মনে পড়ে আসল কথা! আমার ‘আমি’ বলে কিছু ছিল না, কারোই থাকে না।
  • যে ব্যক্তি নামায পড়ে এবং যে ব্যক্তি করাপশন করে সে একই ব্যক্তি হতে পারে না
  • সেবার নামে যেমন ব্যবসা চলে, যৌথ দৃশ্যের আড়ালে চলে দলবাজি। ভিন্ন মতের কারো সাথে এক টেবিলে চা খেয়ে দেখান ত আপনি কতটা ঐক্যের স্লোগান তুলতে পারেন। গরু গরু ভাই ভাই আনন্দের আর সীমা নাই।
  • In my mind you will live or die, there is no middle ground, in the middle ground of my mind you are a den biased animal just
  • ভাগ্যিস, হৃদয় জয় করার জন্যে কোনো পুরস্কার কমিটি নাই
  • চোরে চোরে ঝগড়া করলে কখনো নির্দিষ্ট কারো পক্ষে অবস্থান স্পষ্ট করবেন না, সন্ত্রাস সন্ত্রাস দ্বন্দ্ব করলে কখনো কারো পক্ষ নিয়ে কথা বলবেন না,স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দিলে কখনো নির্দিষ্ট কারো জন্য আদর অধিক দেখাবেন না— কারন গভীর রাতে তারা সবাই এক।
  • প্রত্যেক মানুষ প্রত্যেক সৌন্দর্যের সমান বয়সী। Every man is equal to every clan of beauty
  • বারবার বলি ধুলা রেখে আসো, সে ধুলা দেখে আসে— দুধেও মাছি আসে বিষাক্ত পাখনায়— একবার ধুলামাখা মুখ দেখ মনের আয়নায়
  • রোগীর অভিনয় করলে কবিরাজ আর ডাক্তারের মধ্যে পার্থক্য বুঝা যায়— রোগীকে চিনতে হলে ডাক্তারের অভিনয়ের প্রয়োজন হয় না
  • উত্তর দেয়া অনেক বড় প্রকারের দাসত্ব। Answering is a giant slavery
  • পৃথিবী কারো পৈত্রিক সম্পত্তি না, শাষকগোষ্ঠী বাথরুমের বদনাকেও নিজের ধন মনে করে
  • ভালোবাসার প্রমান দিতে গেলে ল্যাবরেটরি হয়ে যায়, ল্যাবরেটরিতে বিজ্ঞানী থাকে, ভালোবাসা থাকে না
  • এক কাক কারেন্টের তারে বসেছিল সাহস করে,পরে তারে অনুসরন করে হাজার হাজার কাক কারেন্টের তারে বসে। কারেন্টের তারে বসা প্রথম কাকটি বিপ্লবী, তাকে অনুসরনকারী সব কাক ধার্মিক
  • জনাব পিটবোল, মিস্টার মিশেল ফুকো, আমাদের গরীব দেশে আপনারা বেড়াতে আসবেন। কিন্তু আপনাদের দেশের ছেঁড়া হেতা আমাদের দেশে আনবেন না। আমাদের মায়েরা অনেক সুন্দর কারুকার্যখচিত হেতা বুনন করতে জানেন। এখানে এখনো বাকীতে লেনদেন চলে, এখনো টি-স্টল সম্প্রীতি তুঙ্গে, ছেলেটি এখনো গান গায় ‘নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভুলা’।
  • প্রিয় হুজুর ভাইয়েরা,আসসালামু আলাইকুম, আপনারা যখন সোসাল মিডিয়ায় নারীর পর্দা নিয়ে ওয়াজ করেন তখন আপনাদের ওয়াজের ফাকে ফাকে বেপর্দা নারী বিজ্ঞাপন নিয়ে বার বার হাজির হয়। আপনাদের ওয়াজ শুনতে গিয়ে কোনো সরলমনা মুসলিম যদি গুনাহের কবলে পড়ে তার দায় আপনারা নিবেন কী!?
  • যে সবার সাথে থাকে তাকে সবাই ছেড়ে চলেও যায়, যে অতিথি পাখি বিশেষ মাসে আসে সেই অতিথি পাখি বিশেষ মাসেই আবার চলে যায়
  • প্রথম কয়েকদিন সে তারে ‘জান’ (প্রান) বলে ডাকে। কয়েকদিন পরে সে বলে “তুমি আমার ‘জানডা’রে তেনা তেনা করে ফেলছো।”
  • প্রেমিক প্রেমিকারা প্রেমের পড়ার অল্পদিনের মধ্যেই ঝগড়ায় পড়ে। প্রেমে পড়ে তারা ঝগড়া শিখে, ঝগড়ায় পড়ে তারা শিখে প্রেম। এক যে ছিল প্রেমের দেশ ঝগড়ার জন্য ভালো
  • রোজা রাখতে রাজি যখন দেখবো সামনে ইদ আছে
  • একটি শক্তিশালী গাছের কখনো খুঁটির প্রয়োজন হয় না। একটি শক্তিশালী শব্দের প্রয়োজন হয় না সম্প্রসারিত বিশেষণ। নেতা শব্দটি কী দুর্বল হয়ে গেলো? নতুবা কেন নেতার শৌর্য-বীর্য প্রকাশের জন্য রাজপথের লড়াকু সৈনিক, মেধাবী ছাত্র নেতা, তারুণ্যের উচ্ছ্বাস, তুলনাহীন ত্যাগী, হাসান-হোসাইনি প্রভৃতি আজাইরা বিশেষণ ব্যবহার করা হয়? কোনো শব্দ যখন ইনটেনসিভ কেয়ারে চলে যায় তখন লাইফ সাপোর্ট হিসাবে আজাইরা বিশেষণের আমদানি করেন হাতুড়ে ডাক্তার।
  • আরশিনগর বাড়ির পাশেই থাকে, লালনরা ঠিক বাড়িতে থাকে না
  • মানুষ কিন্তু যা লিকাল কিতাবু লা রাইবা ফি হুদালল্লিল মুত্তাকিন না যা কদরের মহান বুজুর্গ রাতে নাযিল হয়। মানুষ ইজ মানুষ। ভুলশুদ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে মানুষ জন্মগ্রহন করে। তাই মানুষ পবিত্রতম শুদ্ধ কাজটি করে ফেললে আমি বিস্মিত হই না, আবার নোংরাতম অশুদ্ধ কাজটি করে ফেললেও আমি অবাক হই না। আমি অবাক এবং বিস্মিত হই যখন দেখি মানুষ মানুষকে ফেরেশতা কিংবা শয়তানের মতো রোবট হিসাবে দেখতে পায় বা চায়।

Leave a Reply

Top