
পাখিটা উড়ি উড়ি উড়ি উড়ি করে
পাখিটা ঘুরি ঘুরি ঘুরি ঘুরি চলে।।
পাখিটা পথ চিনে না
পাখিটা ভাষা জানে না
পাখি তো জন্মের কানা
পাখিটা পথে পথে পথে পথে ঘোরে।।
পাখিটার আশায় ফুরায় না
দুনিয়া তাকে ছাড়ে না
পাখি তো স্রোতে ভাসে না
পাখিটা ভেসে ভেসে ভেসে ভেসে চলে।।
পাখিটা কান্নায় হাসে
পাখিটা পিঞ্জিরা ভাঙে
পাখি ত চোখে আসে না
পাখিটা দমে দমে দমে দমে চলে।।
আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমি আপনার সাথে একবার দেখা করেছিলাম৷, মাধবদী থেকে বলছি ইব্রাহিম আফ্রিদি সাথে ছিলো, রাহুল ও হৃদয়