You are here
Home > কবিতা >

বিশ্বাসের ঘরে শুন্যতা

বিশ্বাসের ঘরে শুন্যতা
শুন্যতা গোয়ালে, শুন্যতা নদীর ভেতরে-বাহিরে
শুন্যতা ইমাম সাহেবের আসমানী ওয়াজে
দেবদারু বৃক্ষের নিচের আসনটি শুন্য
শুন্য প্রান্তিক রেলওয়ে স্টেশন
বড় শুন্য শুন্য লাগে, বড় একা একা লাগে
প্রদীপ মৃত হলে বিগলিত অন্ধকার
অন্ধকারে জ্বলে জ্বলে অঙ্গার
বড় একা একা লাগে,
বুকের বাম পাশে কুয়াশার ধোঁয়া
আগুনে পুড়ে ঠাণ্ডা হচ্ছে নাগরিক জীবন
নগরের ঘুম ঝুলে থাকে বাসের ফুটপাতে
শুন্যতা বিনয় ভবন থেকে অরশ্রী মার্কেট,
অরশ্রী মার্কেট থেকে ফেয়ারলি স্ট্রেট
শুন্যতা নাগরিক আশীর্বাদের ক্যানভাসে
অসহায় শুন্যতা, বড় শুন্য শুন্য লাগে
অসহায় শুন্যতা, অসহায় জীবন

Leave a Reply

Top