
জ্ঞান— আমাকে একটা কথা বলো তো?
শিক্ষা— কি কথা হে মহান জ্ঞান?
জ্ঞান— নৌকা পানিতে ভাসে। পাথর কেনো ডুবে যায়?
শিক্ষা— নৌকা জলে শরীর রেখে যে জায়গা দখল করে তার ওজন জলের ওজনের চেয়ে কম: পাথর জলে যখন শরীর রাখে তখন তার ওজন জলের ওজনের চেয়ে বেশি।
জ্ঞান— প্রিয় মেধাবী তুমি উত্তরটা দাও তো।
মেধাবী— নৌকার মোট ঘনত্ব পানির চেয়ে কম হওয়ায় এটি ভেসে থাকে, আর পাথরের ঘনত্ব বেশি হওয়ায় এটি ডুবে যায়।
জ্ঞান— বাহ: তোমরা দুজনে সুন্দর বললে। নৌকা আর পাথরের জীবন থেকে তোমরা কি কোনো লেসন খুঁজে পাও?
শিক্ষা— আপনিই বলুন হে প্রানপ্রিয় জ্ঞান।
জ্ঞান— দুনিয়ার চাওয়া পাওয়ায় এমনভাবে মন রাখো যাতে চাওয়া পাওয়ার ওজন দুনিয়ার চেয়ে বেশি না হয়: বেশি হলে ডুবে যাবে: কম হলে ভেসে থাকবে এবং তীরে যেতে পারবে।
মেধাবী— লোভ-লালসার ভারে যখন মন হয় পাথর: সত্যের স্রোতে ডুবে যায় সে নিরব অন্তর: যে হৃদয় থাকে আলোয় ভরা,বিস্তৃত আকাশ: সে ভাসে নৌকার মতো— দিগন্তে নির্ভর আলোময় বাতাস।
জ্ঞান— সুন্দর বলেছো হে মেধাবী পুত্র আমার। তোমাদের কল্যাণ অনিবার্য হোক।
Wisdom— Tell me something.
Education— What is it, O great Wisdom?
Wisdom— A boat floats on water. Why does a stone sink?
Education— A boat displaces water in such a way that the weight of the displaced water is greater than its own weight, so it floats. A stone, on the other hand, has a weight greater than the water it displaces, so it sinks.
Wisdom— My dear intelligent one, can you answer?
Intelligent One— A boat floats because its overall density is less than that of water, while a stone sinks because its density is greater than that of water.
Wisdom— Well said! Can you find a lesson from the lives of the boat and the stone?
Education— Please, O beloved Wisdom, tell us.
Wisdom— Keep your desires and ambitions balanced, so they do not weigh you down more than the world around you. If they become too heavy, you will sink; if they remain light, you will float and eventually reach the shore.
Intelligent One— When the heart is burdened with greed, it sinks silently in the stream of truth. But the heart that is filled with light and vast like the sky floats like a boat—guided by the luminous winds of the horizon.
Wisdom— Beautifully said, my wise child. May your path always be blessed.