You are here

আফালের মাছ [ ১৩ ]

০১
হুজুর ওয়াজ করতেছেন— কলার যদি বাকল না থাকে তাহলে কলাতে মাছি পড়বে, আমে যদি বাকল না থাকে তাহলে আমেতে মাছি পড়বে। মা-বোনদের যদি পর্দা না থাকে তাহলে আমের মতো কলার মতো অবস্থা হবে।

পর্দা বা বেপর্দা নিয়ে আমার কোনো কথা নাই।

আমার কথা হচ্ছে, বেপর্দা মা-বোনদের জন্যে মাছিটা কেডা!?


রক্তের সম্পর্ক মানেই উপকারী এমনটা ভাবার কোনো বিশেষ কারন নাই— উকুন আপনার রক্তের বংশধর,ছারপোকাও— বিশেষ কারনেই আপনি উকুন ছারপোকাকে নিজের সাথে রাখতে চান না।


যত উপরে উঠবে তত একা হবে যখন তুমি আকাশ চিনবে না,চিনবে না মেঘ ☁,চিনবে না বাতাস— সঙ্গী চিনে ফেললে পলকে পলকে বন্ধুত্ব।


তুমুল সঙ্গমের সময় কোনো প্রকার অভিনয় থাকে না— অভিনয় থাকে সঙ্গমহীনতায়— মিলনে থাকে না অমিল, অমিলে যত অভিনয় অভিযোগ অস্বীকার অপ্রাসঙ্গিক অপ্রাপ্তি— মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও সনে!

গুলি করা একটি খেলা— তারা এই খেলার আয়োজন করে থাকে যাতে সাধারনরা মনে করে আকাশের উপরে কোনো আকাশ নেই, দেয়ালের পরপারে নেই কোনো সবুজ মাঠ।


When you are unable to control the devil, The devil is able to control you ever.

০৭
Everything is possible for the possible heart.
My dear!
Yes, my dear!!
Heart ♥ is afar.
At the time of my presence my heart is absent— When I am extremely absent my heart is possibly present— I go for my heart and my heart goes for me— Just searching and we are searching each other every day every time and everyday I is for you and everyday you is for me and this for world and that for mine— We look befor and after and pine for what is not!
The silence, I like most!
You are my word— My heart ♥!


কবিতা হতে পারতে— পারতে হতে নির্জন উপমা সোনালি ভোরের মতো একাকি— হতে পারতে কবির চিন্তার আশ্চর্য ফুল অথবা ডানাভরা রোদ— হয়েছো মানুষ কোনো এক গার্হস্থঘরে— তাই বার বার, বহুবার তোমার শান্তি নিশ্চিত করার জন্যে আশ্রয় নিতে হয় মমতাময়ী কবিতার কাছে— দ্বন্দ্ব
নয়— ছন্দে আনন্দে সে তোমাকে আপন করে তুলে— আপন করে তুলে তোমাকে তারই পৃথিবীতে।

০৯
ভালোবাসার মানুষের ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে কবর দেয়ার ক্ষমতা যিনি রাখেন তিনিই কেবল জীবিত— ভবতি কথম অস্তি?

১০
হাসির নদী আনন্দের সাগরে গিয়ে পতিত হয়— তারপর তাকে আর খুজে পাওয়া যায় না

১১
মানুষ সেখানেই কিছু করে যেখানে তার লাভ আছে। বর্তমান সময়ে দাতা যেমন সুবিধাবাদী, তেমনি গ্রহীতাও সুবিধার ছদ্মনামে সুবিধাভোগী। চ্যারিটি কয়জন করে নয়জনকে না জানিয়ে!!

১২
যিনি উক্তি দিতে পারেন তিনিই ব্যক্তি— এই বাংলায় নারী এখনো ভক্তিপূর্ণ শ্যামা-সঙ্গীত হয়ে উঠতে পারে নাই— তাই তারা এখনো ব্যক্তি নন— এই পরাজয় আমাদের— এই পরাজয় আমাদের ইতিহাসের— তবে সব পরাজয় আবার পরাজয় নয়— সব জয়কে যেমন আমরা জয় বলতে পারি না— এজিদ কিংবা মীর জাফরের জয়কে আমরা জয় হিসাবে বিবেচনা করি না।

১৩
গাছের মতো সহনশীল না হলে আশ্রয়দাতা হওয়া যায় না—জমির মতো উর্বর হতে গেলে কর্ষিত হবার ক্ষমতা থাকতে হয়—জলের মতো সর্বদাতা হতে গেলে বাহিত হবার আনন্দ থাকতে হয় মনে— মানুষ বজ্রপাতের নিচে আশ্রয় নিতে যায় না জনাব।

১৪
You see— When you see things through only one lens— Victor or defeat— You are looking daggers at everything— Then nothing else matters. Not even the loved ones lost along the way. And then you the traitor of the world— Don’t mind— I am busy in tinkering.

১৫
হয় সিন্ধান্ত দিয়ে থাকি,নয় সিদ্ধান্ত নিয়ে থাকি— মাঝখানে থাকে না রেজা। হয় ভালোবাসি নয় ভালোবাসি না— ঘৃণা কভু পোষে না রাজা— রেজার রাজ্যে হয় রাজা হয়ে আসুন নতুবা প্রজা হয়ে বাচুন— আলিফ লায়লা করতে আসবেন না— দ্যা ওয়েনটার ইজ কামিং!

১৬
আপনাকে বলছি— আপনি নিজেকে অবশ্যই দেবালয় মনে করেন— নগরের দিকে মনোযোগ দেন— নগর পুড়লে আপনি কিন্তু বাদ যাবেন না— নগর গঠনের দিকে এমনভাবে মনোযোগ দেন যেমনভাবে একজন তৃষ্ণায় কাতর মানুষ জলের দিকে ছুটতে থাকে— হে দেবালয়, নতুবা আপনার গতরের আগুন নেভানোর জন্যে একফোঁটা জলও কিন্তু পাবেন না।

১৭
আপনি খুব ভালো আছেন এটা জানার চেয়ে আপনার মাধ্যমে কোনো প্রানির ভালো থাকার ব্যত্যয় ঘটেনি এটা জানা রাষ্ট্রের জন্যে অনেক জরুরি— আপনি বিলাসী প্রাসাদ বানালেন নো প্রবলেম— প্রবলেম হচ্ছে আপনার প্রাসাদের প্রত্যেকটি সরঞ্জাম কোন সরল মানুষের সাধারণ বেচে থাকাকে আরও জটিল করলো কিনা!?

১৮
ঝর্ণার পাথর যখন পাহাড়ে আটকে যায় সেখানে মাতব্বরি না করাই কৃষকের কাজ— কৃষক জানে খাবার শেষে গোয়ালের গরু কোনো প্রকার গোয়েন্দাগিরি ছাড়াই গোয়ালে ফিরে আসবে!

১৯
পথিক ক্লান্ত হয়— পথ কখনো ক্লান্ত হয় না— তবে অনেক মিস্টার পথ সিগারেট খেতে খেতে চিন্তা করে কেমনে সিগারেট খাওয়া ছাড়া যায়।

২০
বাংলাদেশে আন্দোলন শোক সংবাদের কারনে প্রায় চারদিনের মতো ফেইসবুক কেউ ব্যবহার করতে পারেনি। ফেইসবুক চালু হওয়ার দশ মিনিটের মধ্যে আমার একজন মুরুব্বি ভাই ফেইসবুকে স্ট্যাটাস দিলেন— “ফেসবুকের প্রতি যে টান ছিলো
তা আশি পারসেন্ট কমে গেছে”

দশ মিনিট পর আবার স্ট্যাটাস দিলেন— “ফেইসবুক আসলে কোনো কামের না”

আবার একুশ মিনিট পর স্ট্যাটাস দিলেন— “ফেইসবুক বন্ধ ছিলো ভালই ছিলো”

আমার মুরুব্বি ভাই যেইভাবে ফেইসবুকের আগমনী শুভেচ্ছাবার্তা লিখে যাচ্ছেন এইভাবে বাংলার বউরা স্বামীকে মনে মনে আহ্বান করতো— আর এখন? ছাতার নিচে মাথা নাই— আছে কেবল মুখ!

২১
স্বর্ন আবর্জনার মধ্যে থাকলেও তার জায়গা আজ না হয় কাল মানুষের অঙ্গে অথবা মানুষের রঙে ব্যবহার হবেই— আবর্জনা যত মূল্যবান জায়গাই থাকুক না কেনো আজ না হয় কাল ডাস্টবিনে তার বাসস্থান হবেই।

২২
মানুষ বাজে স্বপ্ন দেখে দুটি কারনে— পেটের ভেতর গ্যাস হলে অথবা ঘুমানোর জায়গায় অক্সিজেনের ঘাটতি থাকলে। টেনশন হলো পাকস্থলির গ্যাসপেনশন।

২৩
চিনি ছাড়া চা খেতেই পারেন— কার সাথে চা খাবেন তাকে চিনতে ভুল করবেন না— বেশি চিনি যেমন ক্ষতিকর, নাচিনি স্বভাবও ক্ষতিকর।

২৪
না’কে হ্যা দিয়ে বিচার করুন— হ্যা’কে না দিয়ে প্রশ্ন করুন— yes Trust with no Trust— No Trust for yes Trust.

২৫
আমরা জাতি হিসাবে খুবই সৌখিন—এক জেলে বেশি দিন থাকতে পছন্দ করি না—আমাদের নতুন জেলের দরকার হয়।

২৬
খেলতে নেমে আমি যেনো না বলি গোল দিয়েছে প্রতিপক্ষ— আমাকে জানতে হবে এবং মানতে হবে প্রতিপক্ষ মাঠে নামে গোল দেয়ার জন্যে— আসসালামু আলাইকুম।

২৭
বিশ্ববিদ্যালয়ের মাস্টররা স্টুডেন্টদের রক্ত খেয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হয়ে উঠে।

২৮
যে পতন মানুষের অধিকার মানুষের বাক স্বাধীনতা নিয়ে কথা বলে না— তাকে পতন বলে না— অধঃপতন বলে। পরাজয়ের জন্যে যুদ্ধের প্রয়োজন, পতনের জন্যে ব্যক্তির নিজস্ব করাপ্টেড কর্মই যথেষ্ট।

ব্যক্তি শক্তিশালী হলে সিস্টেম দুর্বল হয়— সিস্টেম শক্তিশালী হলে ব্যক্তি আরও আরও শক্তিশালী হয়। যে সমাজ ব্যক্তিপুজোর ফুল ❀ সাজায় তার সিস্টেম ভুলেভরা ডাস্টবিন হতে বাধ্য— ডাস্টবিনে আপনি খাবার চাষ করতে পারবেন না— আপনি যতই উন্নত মানের কৃষক হন না কেনো!

২৯
মুরগীকে আপনার দখলে নিতে পারবেন— কেবল দখলে নয়— খোয়ারেও নিতে পারবেন — কোনো সমস্যা নাই— সূর্যকে আপনি আপনার দখলেও নিতে পারবেন না— আবার খোয়ারেও নিতে পারবেন না— তবে জ্ঞান প্রজ্ঞা থাকলে সূর্যকে আপনার জীবনে ব্যবহার করতে পারবেন।

যে কারনে সব শিয়াল সকল মুরগীর স্বাধীনতা চায় সেই কারনে কিন্তু মানুষ শিয়ালের স্বাধীনতা চায় না— মানুষ জানে কেবল খাওয়া দাওয়া নামক জৈবিক কার্যরেখার উপর নির্ভর করে উন্নত প্রানি হওয়া যায় না— সমগ্র প্রানীর উপর নিজের অবস্থান স্পষ্ট করার জন্যে অপরাধ নিরপরাধ থিউরির বাইরে এসে সৃষ্টিতত্ত্বের হাজার বছরের পথে প্রায়ই হাটতে হয়।

আজকে আপনি যা শেখাবেন কালকে তাই আপনাকে ভোগ করতে হবে।

৩০
হাতের কাছে জীবিত স্বর্ন রেখে যে মৃত রূপার প্রশংসা করে সে মেঘ ও বৃষ্টির পার্থক্য বুঝে না— সোনা, জীবিত রূপা মৃত স্বর্নের চেয়ে অনেক মূল্যবান— মানুষ চিনলে মনা সোনার মানুষ হবি।

৩১
চোরের সর্দার চোর হলে যেকোনো সময় দল ভেঙে যেতে পারে— চোরের সর্দার হওয়া লাগে ডাকাত— তাহলে দল ঠিক থাকে— কোনো কারনে চোরের সর্দার দরবেশ হলে চোর আর ডাকাত মিলে দরবেশকে বিক্রি করে দিবে মোনাজাতের ফাক দিয়া।

৩২
কষ্ট হয় তাদের জন্যে যারা পানিবন্দী মানুষের মতো সারা বছর চাকরি বাচানোর চাপে মিথ্যাজলে বন্দী হয়ে পড়ে!

৩৩
দেশে বন্যা দুর্যোগ খরা দুর্ভিক্ষ মহামারি এলে কতশত বাটফার মিথ্যুকের যে জন্ম হয় আল্লাহ ভালো জানেন— গরীব মানুষকে সাহায্য করবে এমন কথা বলে এইগুলা নিজেদের পকেট শক্ত করে। গরীব মানুষের টাকা আত্মসাৎ করে, হকধারের হক নসাৎ করে যারা নিজেদের চামড়া ফর্সা করার কাজে ব্যস্ত সেই চামড়া অচিরেই জাহান্নামের আগুনে পুড়বে। ঘরে বাইরে কোথাও শান্তি পাবে না!

গজব একবারই আসে— বারবার পাপ করা পাপীর কাছে।

৩৪
গজব দেখে ভালো মানুষ আরও ভালো মানুষ হয়ে উঠেন— শকুনি হয়ে উঠে আরও চতুর বা ফোক্সি— ফুলের গন্ধে অন্ধ কখনো চোখ ফিরে পায় না!

৩৫
দায়িত্ব পালন করি আমরা দায়িত্বশীল মানসিকতা থেকে। দায়িত্বশীল মানসিকতা প্রায়ই আমাদের মনের ভেতর অহংকারের পাটাতন নির্মাণ করে— কাজ করতে করতে যেখানে কাজি হওয়ার কথা সেখানে অনেকে পাজি হয়ে যান!

৩৬
ভীড়ে নীড় বাধে না কবি— কবি বসে থাকে একা— চোখ তার অপেক্ষায়— কেউ একজন এসে বলবে, চলো আমরা দুজন মিলে ভীড় হয়ে উঠি।

৩৭
মিথ্যাবাদীদের কাছ থেকে রহমতের ফেরেশতা দূরে চলে যায়— তাই তাদের পথপ্রদর্শক তাদের বিবেক হয় না, হয় শয়তান— শয়তান কোনো কাজ ভুল করে না— কারণ সে একটা কাজই পারে আর তাহলো ভুল।

৩৮
মেরুদণ্ডহীন কোনো ব্যক্তি আপনার বন্ধু হলে জীবনের মাঝপথে গিয়ে সে আপনাকে বলবে আপনার মেরুদণ্ড খুলে তাকে দিয়ে দেওয়ার জন্যে— কেবল তার মেরুদণ্ড তার কাছে যথেষ্ট নয়।

৩৯
প্রেম মানুষ চোখ দিয়ে করে না— মন দিয়ে করে।প্রেম মানুষ ব্রেইন দিয়ে করে না— হার্ট ♥ দিয়ে করে। চোখ দিয়ে যে প্রেম হয় ঘুমে সেই প্রেম উধাও— ব্রেইন দিয়ে যে প্রেম হয় সেখানে যুক্তি পাল্টাযুক্তির বাজার। প্রেমিক থাকে মনের নীরবতার শীতল ছায়ায় যেখানে রাত আর দিন ভাই, দিন আর রাত আসে আসে যায় যায়।

৪০
শ্রমজীবী যেকোনো রাষ্ট্রের চাকা— এই অনিবার্য চাকা না ঘুরলে যেকোনো রাষ্ট্র কেবল দেশের নাম নিয়ে পৃথিবীর পতাকায় পতপত করে উড়তে পারবে না— প্রথম সম্মান এবং ন্যায্য অধিকার পরিপূর্ণভাবে দিতে হবে শ্রমজীবী মানুষের ভোগে সুখে উপভোগে।

৪১
মাজার যদি আপনাদের ভাঙতে ইচ্ছে হয় ভাঙেন— তবে— মনে রাখিয়েন, মাজার কিন্তু ভাঙতে জানে— অনেক কিছু ভেঙে এই মাজার এই ভারতবর্ষে নিজের অবস্থান করে নিয়েছে।

৪২
গানের রাজ্যে পৃথিবী ছন্দময়— বিশৃঙ্খলা যেনো দূর দেশের তারা।

৪৩
তিনার ছিলো নয়টি তরবারি সাতটি ঘোড়া— তিনার ছিলো সুদর্শন চক্রসহ আরও শক্তিশালী ও রহস্যময় চারটি অস্ত্র— শাস্ত্রগত জ্ঞান আর গুরুগত বিদ্যা এক নয়— ভগবান বা আল্লাহকে বিশ্বাস করা সহজ— কঠিন হলো গুরুকে বিশ্ব মেনে মনে শ্রদ্ধার বাগান খুলে দেয়া।

৪৪
মতবাদকে রাজনীতি করে চাপা দিয়ে রাখলে— মতবাদ বাজনীতি করে হলেও রাজনীতি হয়ে উঠে।

৪৫
কাউকে ধ্বংস করার আগে তাকে অপবাদ দাও— মিথ্যা অপবাদ। মিথ্যা অপবাদ দেয়ার পর যখন দেখবে অপবাদ ফাংশন করা শুরু করেছে এবং তার পারিপার্শ্বিক পরিবেশ আর তার অনুকূলে নাই— তারপর তাকে আক্রমণ করো— এটা খুব পুরাতন নীতি— হিটলার ও আবু জাহেল এই নীতির অত্যন্ত জনপ্রিয় প্রধান প্রবক্তা।

হিটলার আজ ইতিহাসের গালি আর আবু জাহেলের বাড়িতে আজ টয়লেট— যারা হজ করতে যান তারা আবু জাহেলের বাড়িতে প্রস্রাব পায়খানা করে আসেন সওয়াবের আশায়।

৪৬
প্রশ্ন— বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে?
উত্তর— যিনি বিড়ালের সাথে ঘুমান তিনি!

৪৭
জান্নাত চায়লে দুনিয়া পাবেন না চৌধুরী সাহেব— দুনিয়া চায়লে জান্নাত পাবেন না মিস্টার মুমিন— আল্লাহকে চায়লে না পাবেন জান্নাত না পাবেন দুনিয়া— কি ঘর বানাইমু আমি শুন্যেরও মাঝার!?

৪৮
মিথ্যা দিয়ে যে সম্পর্ক শুরু হয় সত্যের চাবুকের আঘাতে তার মৃত্যু ঘটে।

৪৯
মানুষের দুটি সত্তা— ভাসমান ও ডুবন্ত। মানুষের সঙ্গী মানুষের ডুবন্ত সত্তার পরিচায়ক।

৫০
ইসলাম একটি দেহ— বাংলাদেশের দামি মুসলমানরা সেই দেহ থেকে কেউ নিয়েছে হাত কেউ নিয়েছে পা কেউ নিয়েছে মাথা আবার কেউ নিয়েছে চোখকান— বানিয়েছেন গ্রুপ— হাতগ্রুপ। পাগ্রুপ। মাথাগ্রুপ। চোখকানগ্রুপ।

প্রত্যেক গ্রুপের রয়েছে শক্তিশালী কন্ঠ— এবং তারা বলে তারাই একমাত্র সত্য— বাকিসব কচুক্ষেত।

দয়াল— কচুকাটা শুরু হয়ে গেলে আমার দায়িত্ব আমাকে বুঝিয়ে দিবে জানি!

৫১
পাতা গাছকে খেয়ে ফেলার পর শোকবার্তা প্রকাশের সুযোগ দিবে না মিস্ত্রি— ফার্নিচার বানানোর আনন্দে পদ্মার ইলিশ খাবে মিস্ত্রি সাহেব— গপ গপাগপ গপ!

পর্ব দ্বাদশ: আফালের মাছ [ ১২ ]

Leave a Reply

Top