You are here
Home > কবিতা >

জেনে রেখো।

জেনে রেখো
এই দেশ মেহনতি জনতার
ঘামে শ্রমে কথা বলে নেই কোন ভয় তার
জেনে রেখো
এই বাংলার বাউল সূফি কথাকার
প্রয়োজনে এক হয়
এক হয়ে একাকার
গুলি করলে গুলি হয়ে
ফিরে যাবো উল্টো
ঝরে যাবে ছিড়ে যাবে নাট আর বুল্টু
জেনে রেখো
এই দেশ যাত্রাপালা কিসসার
বিজাতীয় আলামত শীঘ্রই দেশ ছাড়
দেশ ছাড় দেশ ছাড়
যতসব শয়তান
বাগানে ফুটবে ফুলবাহার ইনসান ❀
মনে রেখো
কৃষকের ঘাড়ে থাকে গামছা
ফসলের রাজা সে
নয় কারো চামচা
ভেঙে যাবে ভেঙে দাও
কলোনি হামছা
জয় হবে
হবে জয় বাংলার ইচ্ছা ✌

Leave a Reply

Top