You are here
Home > কবিতা >

মাটির ঘর

মাটির ঘর— জানালা থাকে— থাকে দরজা
মাটির ঘর— আলো থাকে— থাকে বাতাস
মাটির ঘর— থাকে মানুষ— পশুপাখি থাকে
থাকে অনেক কিছু— আধুনিক কিংবা প্রাচীন
মাটির ঘর— থাকে আমার দেহ যাকে ভালোবাসি রোজ
আদর করি— গোসল করাই—খাবার খাওয়াই

মাটির ঘরে মৃত আমি সব কিছু করি
জীবিত হয়ে একদিন চলে যাবো সবকিছু ছাড়ি

দেহ যার তার কাছে যাবে
আমি যার যাবো তার কাছে
আসা যাওয়া
যাওয়া আসা
ফুল হয়ে গাছে— গন্ধ হয়ে ফুলে ❀
জল হয়ে মুসাফির কূল থেকে কূলে

Leave a Reply

Top