You are here

নাম জানি না প্রভু তোমার

কি নামে ডাকিলে তোমায়
ডাকবে আমায় বান্দা বলে
আমি অধম আমি কাঙাল
না চলি ছলে বলে।।

তোমার আমার মাঝে
অদৃশ্য এক পর্দা খেলে
দয়া গুনে মায়া গুনে
নাও না তুমি পর্দা তুলে।।

কোথায় ছিলাম
কোথায় আমি
দিন কেটে যায়
এইনা ভেবে
সবই পাবো সবই পাবো
দয়াল তোমার দেখা পেলে।।

Leave a Reply

Top