নাম জানি না প্রভু তোমার জলেশ্বরী by emranor reja - 0 কি নামে ডাকিলে তোমায় ডাকবে আমায় বান্দা বলে আমি অধম আমি কাঙাল না চলি ছলে বলে।। তোমার আমার মাঝে অদৃশ্য এক পর্দা খেলে দয়া গুনে মায়া গুনে নাও না তুমি পর্দা তুলে।। কোথায় ছিলাম কোথায় আমি দিন কেটে যায় এইনা ভেবে সবই পাবো সবই পাবো দয়াল তোমার দেখা পেলে।।