You are here
Home > কবিতা >

কথার কানাকানি।


ঝুঁকি নিয়ে ঝুকে পড়ে না বীর
কেটে করে টুকরো
ধেয়ে আসা সব তীর

সুসময়ে রঙের কালো আষাঢ়িয়া স্বপ্ন
আসমানে উঠলো পাহাড় বোরাকধরা গপ্প

পাগলের খাচা ভেঙে
বের হয়ে গেলে পাগল
প্রশ্ন জাগে মনে
কে আসল
কে নকল

শুদ্ধ হাতে জন্ম নিবে নতুন বাংলাদেশ
হালাল চাওয়াই মানুষ পাবে শুদ্ধ পরিবেশ

গজবের দেশে গুজব নিউজ
মিথ্যা চশমা চোখটা ফিউজ

ভাবছো যারা ভালো আছো সব সাজানো
ব্রেইন কিন্তু দেখছে সোজা সব বাকানো

ফুলকে যারা বুলেট করে বানায় রক্তনদী
আমি রেজা নিজের হাতে তাদের কবর খুদি

ফুল তুমি দিবে জানি
দিবে তবে কাকে!?
তোমার মনে যে মানুষটা গন্ধ হয়ে ফুটে।

Leave a Reply

Top