
★
ঝুঁকি নিয়ে ঝুকে পড়ে না বীর
কেটে করে টুকরো
ধেয়ে আসা সব তীর
★
সুসময়ে রঙের কালো আষাঢ়িয়া স্বপ্ন
আসমানে উঠলো পাহাড় বোরাকধরা গপ্প
★
পাগলের খাচা ভেঙে
বের হয়ে গেলে পাগল
প্রশ্ন জাগে মনে
কে আসল
কে নকল
★
শুদ্ধ হাতে জন্ম নিবে নতুন বাংলাদেশ
হালাল চাওয়াই মানুষ পাবে শুদ্ধ পরিবেশ
★
গজবের দেশে গুজব নিউজ
মিথ্যা চশমা চোখটা ফিউজ
★
ভাবছো যারা ভালো আছো সব সাজানো
ব্রেইন কিন্তু দেখছে সোজা সব বাকানো
★
ফুলকে যারা বুলেট করে বানায় রক্তনদী
আমি রেজা নিজের হাতে তাদের কবর খুদি
★
ফুল তুমি দিবে জানি
দিবে তবে কাকে!?
তোমার মনে যে মানুষটা গন্ধ হয়ে ফুটে।