আমরা দুজন গোপন হবো সময় হলে প্রকাশ বাতাস পথে আকাশ হবো চোখের তারায় তালাশ আরও আরও গোপন হয়ে একটি আলোর কোনায় তোমার ভেতর আমার ছায়া প্রেমের মতো মায়ায় বাকল যেমন লেপ্টে থাকে গাছের শরীর ধরে গাছরাখালি হাসে যেমন রঙের আলোয় চড়ে তেমন তুমি যেমন আমি যেমন তোমার তেমন আমার পাখা নাচে পাখায় তোমার ভেতর আমি উড়ি আবুল তাবুল ডানায় পাতা তুমি আমার হাওয়ায় যেমন করে হাসো যেমন করে গলে গলে আমার ঠোঁটে বসো তেমন করে জোছনা হয়ে জোয়ারে যাবো মিশে তোমার পুরুষ কেবল আমি প্রেমের ছদ্মবেশে