
সিগারেট ঠোঁটের কোনে রেখে খেতে থাকি—
আগুন বাড়তে থাকে
সিগারেট কমতে থাকে
তোমাকে ঠোঁটের কোনে রেখে খেতে থাকি—
আগুন কমতে থাকে
তুমি বাড়তে থাকে
আমি না সিগারেটখোর
না তুমিখোর
আগুন পকেটে রেখে রাত কেটে হচ্ছি ভোর
সিগারেট ঠোঁটের কোনে রেখে খেতে থাকি—
আগুন বাড়তে থাকে
সিগারেট কমতে থাকে
তোমাকে ঠোঁটের কোনে রেখে খেতে থাকি—
আগুন কমতে থাকে
তুমি বাড়তে থাকে
আমি না সিগারেটখোর
না তুমিখোর
আগুন পকেটে রেখে রাত কেটে হচ্ছি ভোর