★ ঝুঁকি নিয়ে ঝুকে পড়ে না বীর কেটে করে টুকরো ধেয়ে আসা সব তীর ★ সুসময়ে রঙের কালো আষাঢ়িয়া স্বপ্ন আসমানে উঠলো পাহাড় বোরাকধরা গপ্প ★ পাগলের খাচা ভেঙে বের হয়ে গেলে পাগল প্রশ্ন জাগে মনে কে আসল কে নকল ★ শুদ্ধ হাতে জন্ম নিবে নতুন বাংলাদেশ হালাল চাওয়াই মানুষ পাবে শুদ্ধ পরিবেশ ★ গজবের দেশে গুজব নিউজ মিথ্যা চশমা চোখটা ফিউজ ★ ভাবছো যারা ভালো আছো সব সাজানো ব্রেইন কিন্তু দেখছে সোজা সব বাকানো ★ ফুলকে যারা বুলেট করে বানায় রক্তনদী আমি রেজা নিজের হাতে তাদের কবর খুদি ★ ফুল তুমি দিবে জানি দিবে তবে কাকে!? তোমার মনে যে মানুষটা গন্ধ হয়ে ফুটে।
Month: September 2024
বাচ্চাবিক অধিকার।।
ফুটফুটে বাচ্চা একটা— মানুষের বাচ্চা। ধরতে গ্যাছে ফুটফুটে মুরগির বাচ্চা। ফুটফুটে মানুষের বাচ্চাটি কোনোক্রমে ধরে ফেলেছে একটি মুরগির বাচ্চাকে— মুরগির ফুটফুটে কুসুম কুসুম বাচ্চাটি চেউ চেউ করে উঠলো— আহা! বিপদ! মহা বিপদ!! কোনো প্রকার সংশয় দ্বিধা না করে মুরগি আক্রমণ করে বসে মানুষের বাচ্চাটিকে— ঠোকর দিয়ে মানুষের বাচ্চার দুটো চোখ তুলে নিলো মুরগি। কষ্ট পাওয়ার কিচ্ছু নেই— এটি তার মুরগিবিক অধিকার। মানুষের বাচ্চা দিলো মনকাপানো চিৎকার। গোটা দশজন মানুষ নেমে আসলো বাচ্চার কাছে। গোটা দশজনের পায়ের চাপে মুরগি হারালো তার ফুটফুটে বাচ্চা। সব ফুটফুটে মুরগির বাচ্চা মানুষের পায়ের চাপে পিষ্ট হয়ে গেলো— কষ্ট পাওয়ার কিচ্ছু নেই— এটাই তাদের মানবিক অধিকার! মানুষের বাচ্চাটি যে ফুটফুটে মুরগির বাচ্চাটিকে ধরতে গ্যাছে তাতেও আমি কোনো সমস্যা দেখছি না— এটি তার বাচ্চাবিক অধিকার! সমস্যা কোথায় জানেন? বাচ্চাবিক অধিকার! বাচ্চা যখন
যুক্তির শক্তি বনাম শক্তির যুক্তি
রাজাপুর গ্রামের জঙ্গলে দশটি গরু মরে পড়ে আছে— কাক দেখতে পেলো— একটি কাক নিজের চোখ ভরে মন ভরে খেয়ে নিলো মাংস— খাওয়া শেষে ভাবলো অন্য কাকদের খবরটি জানাতে হবে— দ্রুত উড়াল দিয়ে নিজের কাকগ্রামে ছুটে গেলো— সবাইকে পর্যাপ্ত মাংসের খোঁজ নিয়ে কথা বললো। কাকদল ছুটে এলো রাজাপুর গ্রামে— গ্রামের জঙ্গলে— এসে দেখে শকুন আর শকুন। কাকদল অসহায় চোখে শকুনের মাংস খাওয়া দেখে। কাকদের সভাপতি বিষয়টি মেনে নিতে পারছে না— জরুরি মিটিং ডাকে— মিটিংয়ে সিদ্ধান্ত হয় শকুনের এমন ভোগবাদী মানসিকতা মেনে নেয়া যায় না— তাহলে কী করা!? আমরা শিয়ালের সহযোগিতা নিবো। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। শিয়াল ভাই শিয়াল ভাই। কী হয়েছে? এতো অস্থিরতা কেনো? রাজাপুর গ্রামে মাংসের ঢল নামছে। তাই নাকি? হুম। তাইতো দেখে আসলাম। শিয়ালদল রাজাপুর গ্রামে যেতে না যেতে শকুন উধাও। কিন্তু শকুনদল গরু খেয়ে ফেলছে
প্রেমের ছদ্মনাম।
আমরা দুজন গোপন হবো সময় হলে প্রকাশ বাতাস পথে আকাশ হবো চোখের তারায় তালাশ আরও আরও গোপন হয়ে একটি আলোর কোনায় তোমার ভেতর আমার ছায়া প্রেমের মতো মায়ায় বাকল যেমন লেপ্টে থাকে গাছের শরীর ধরে গাছরাখালি হাসে যেমন রঙের আলোয় চড়ে তেমন তুমি যেমন আমি যেমন তোমার তেমন আমার পাখা নাচে পাখায় তোমার ভেতর আমি উড়ি আবুল তাবুল ডানায় পাতা তুমি আমার হাওয়ায় যেমন করে হাসো যেমন করে গলে গলে আমার ঠোঁটে বসো তেমন করে জোছনা হয়ে জোয়ারে যাবো মিশে তোমার পুরুষ কেবল আমি প্রেমের ছদ্মবেশে