You are here
Home > কবিতা >

এই যে ফুল

এই যে ফুল ❀
বসে আছো পাতার তলে
চোখ দুটি বন্ধ করে
হাসো আবার উঠো নড়ে
কার ভাবনাঝড়ে?
ফেলে আসা দিন?
নাকি আসন্ন সময় অসীম?

ভালো লাগে দেখতে— ভাবো কিংবা কাদো
হাসো কিংবা রাগো

এই যে ফুল ❀
বসে একা পাতার ঘরে
হলুদ জামা গতর জুড়ে
চোখ দুটি বন্ধ করে
তোমার মন কার বাতাসে নড়ে?
মনসময়ে ডুবে যাওয়া আকাশ?
নাকি চোখে লাগা খুব সকালে প্রথম প্রেমের বাতাস?

ভালো লাগে দেখতে— নীরব কিংবা সরব
কিংবা জলভাসা তোমার কলরব

Leave a Reply

Top