এই যে ফুল ❀ বসে আছো পাতার তলে চোখ দুটি বন্ধ করে হাসো আবার উঠো নড়ে কার ভাবনাঝড়ে? ফেলে আসা দিন? নাকি আসন্ন সময় অসীম? ভালো লাগে দেখতে— ভাবো কিংবা কাদো হাসো কিংবা রাগো এই যে ফুল ❀ বসে একা পাতার ঘরে হলুদ জামা গতর জুড়ে চোখ দুটি বন্ধ করে তোমার মন কার বাতাসে নড়ে? মনসময়ে ডুবে যাওয়া আকাশ? নাকি চোখে লাগা খুব সকালে প্রথম প্রেমের বাতাস? ভালো লাগে দেখতে— নীরব কিংবা সরব কিংবা জলভাসা তোমার কলরব
Month: August 2023
চোখের জলে আকাশ ধরে
মানুষগুলো অন্য রকম আঁকাবাঁকা কথা বলে মানুষগুলো অন্য রকম সাপের মতো হেসে চলে মানুষগুলো অন্য রকম অন্ধকারকে আলো বলে মানুষগুলো অন্য রকম হিংসা থেকে নিন্দা করে মানুষগুলো অন্য রকম ছায়া দেখে মায়ায় পড়ে মানুষগুলো অন্য রকম আলেম আলেম মুখোশ পরে মানুষগুলো অন্য রকম প্রয়োজনের হিসাব করে মানুষগুলো অন্য রকম নারীদেহে মাংস খোঁজে মানুষগুলো অন্য রকম কুকুর-বেড়াল আওয়াজ তুলে মানুষগুলো অন্য রকম কেল্লা কেটে পুন্য করে মানুষগুলো ভিন্ন রকম চোখের জলে আকাশ ধরে মানুষগুলো অন্য রকম অন্য রকম নিজের ঘরে মানুষগুলো অন্য রকম অন্য রকম চোখের ভাঁজে, মনের ভেতর খুব গোপনে আকাশ-পাতাল অন্য রকম অন্য রকম চোখে চোখে আমি কেন একই রকম ঝরে পড়া পাতার মতন