প্রিয়তমা আমার সবুজবীথি নিশিযাপন ওগো
আমাকে ফুলবাবু নয়— ফুটবল ভেবে
হেড মেরে পৌছে দিতে চাও গোলপোস্টে
দর্শকের হাততালি তোমাকে কনফিউজড করে
পরাজিত হও তুমি কৃষ্ণচূড়ার ফুলপাতা ছলে
আলো নয় বাতাস নয় আরও আরও মনোযোগ দরকার
ফুটবল যতটা গোল ততটা গোল নয় আমি
মানসিক সঞ্চয়
বিকালের হলুদ আলো
হঠাৎ সন্ধ্যা
বিকালের হলুদ আলো থেকে হঠাৎ সন্ধ্যা হয়ে গেলে
গোলকধাঁধা মেঘ বৃষ্টি ছেড়ে বাচে
জোয়ারে যা আসে ভাটায় তা ভেসে যায়
মাঠ ভিজে
ভিজে গেলে মাঠ পরে থাকে মার্জিত ঘাস গোলপোস্ট
ফুলপাতা শাড়ি লিপিবদ্ধ ঠোঁট বৃষ্টিজলে ভিজে গেলো
আমায় নিয়ে ঘরে ফিরো ফুলবাবু নয়— ফুটবল ভেবে
পা থেকে মাথা
মাথা থেকে পা
মাঝে মাঝে বুকে— তাও আশ্রিত মাটির গাছমতো নয়
গোলপোস্টে পৌঁছে দিতে পারলে সর্বার্থ জনম তোমার
সেইজন্য আমি প্রস্তুত— মূলত প্রস্তুত করা হয়েছে
তোমার পা থেকে যে ভাষা আমার দিকে তেড়ে আসে—
তাই আমার নিয়তি
তোমার মাথা থেকে যে কথা আমায় শেখানো হয়—
তাই আমার
Day: July 27, 2023
দুর্যোধনের হুশ
আশা নদীর পাড়ে বসে লিখি জীবনকথা কৃষক আমি ফসল তুলে জয় করি সব ব্যথা আষাঢ় শ্রাবণ বর্ষা আমার জলজোয়ারে থাকি কষ্ট পেলে মনের কথা গপ্পেসপ্পে আকি তোমরা যারা কৃষক কেটে বানাও রাতের সুখ শাষণ তাপে সূর্য গলে ভাঙে আমার বুক মদের গ্লাসে মিছিল মিলন চলে এসিশোক শ্রমিক আমি ঘামে কথা মর্মে আমার দুক তোমার চোখে গাধা আমি মূল্যহীন এক লোক ষড়ঋতুর কালেও আমি ফসলঋতুর মানুষ তোমরা যারা উঁচু গলায় বাজাও পুতুল সুর নও কৃষ্ণ তোমরা আসল দুর্যোধনের হুশ বেচে থাকলে বাচাও কৃষক বাচতে আমি চাই রাজা হবে কর্মে কৃষক ভেদাভেদ তার নাই