হয় বিপ্লব নয় মৃত্যু মাঝখানে কোনো দাড়ি কমা সেমিকোলন নেই হৃদয় থেকে আত্মা থেকে বলছি মা বলছি আমার জঠরবাস সত্য থেকে এমন কথা এখনো বলতে পারিনি মা যে কথায় কথারা দাড়িয়ে যাবে কাতারে কাতার ঘুম থেকে জেগে উঠবে তোমার সন্তান তোমার সন্তানেরা তুলে আনবে প্রভাত মা জেনে রাখো তুমি— হয় বিপ্লব নয় মৃত্যু দেশের মা নদী পৃথিবীর মা নদী মা মারা যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত মায়ের লাশের উপরে উঠছে অট্টালিকা প্রাসাদ অভিশপ্ত সন্তান অভিশপ্ত দেশ অভিশপ্ত পৃথিবী অভিশপ্ত পৃথিবীর বাতাস হয় বিপ্লব নয় মৃত্যু জেনে রাখো মা জেনে রাখো আকাশের স্বাধীন নীলিমা জনপ্রিয়তা আর পাসওয়ার্ড প্যাটার্ন জীবন দিয়ে কি করবো মা— বউখাওয়া আর স্বামীমারা জীবন বহু দেখেছে পৃথিবী— ঠোঁট থেকে চামচ— চামচ থেকে ঠোঁট— উঠানামা আর উঠানামা— যাওয়া আর যাওয়া— আসা আর আসা— কাকের ঠোঁটের মতো হলুদ আলেয়ার খেলা। হয় বিপ্লব নয় মৃত্যু মরে যাওয়ার শোকে নয়— সুখে হোক পথচলা সব হালারা প্রোডাক্ট— বিক্রি
Year: 2022
অভিমানী মেঘের তারা
অভিমানী মেঘের তারা আকাশ পথে ঝড়ে পদ্মফুলের পাটিগণিত হিসাব নিকাশ করে ছায়াবন্ধু গভীর সিন্ধু অলস দুপুর প্রায় সামনে থাকা রাজা ভুলে অতীতের গান গায় কোন সাগরের বাতাস তুমি কোন আকাশের মেঘ শীতের দেশে বালুর মাঠে রাজ কুমারীর ড্রেস বালুর পাশে সবুজ জঙ্গল সোনা রোদের খেলা আকাশ ফেঁটে আশা নামে সামনে এগিয়ে চলা অজয় নদীর সজল হাসি তারার মুখে ভাসে অসভ্য এক বন্য আবেগ রাজকুমারীর দেশে তবুও তারা স্বপ দেখে বৃষ্টি নামবে রোজ মরুর বুকে জলের প্লাবন সুখ স্বপ্নের খোঁজ