পড়তে যখন ইচ্ছে হলো পড়তে তুমি থাকো অসুখটুসুখ গায়ে তোমার ভালো করে মাখো ইচ্ছে এক দারুণ ব্যাপার সকাল বেলার পাখি ইচ্ছে হলে পালক কেটো কেটে নিও আখি কিচ্ছু হবেনা রঙের দুনিয়া দেখবেনা উড়বেনা— এইটুকু আর কি!? মন খারাপের দিনে বেদনাকে ডাকো ইচ্ছে হলে বিষন্নতায় অহিনিশি থাকো ভালো থাকা বাজে ব্যাপার তোমার সাথে যায়না বাজার থেকে কিনে আনো অজুহাতের আয়না তারপর এক সকাল দেখে মন খারাপের দেশে সব প্রজাদের রাজা হয়ে বাচো দীর্ঘশ্বাসে