বৃষ্টি তুমি পড়ছো কেনো এমন দিনে আমার কথা পৌঁছে দিও তার মনে একলা আমি একলা থাকি একলা হাসি একলা ভাসি তুমি এলে দুজন হবো ইকো বনে বৃষ্টি তুমি পড়ছো কেনো এমন দিনে লজ্জা পাখি চলে আসো বসো তুমি সবুজ বনে বাজতে থাকো আমার মনে বাতাস প্রিয় পাতা কনে আমার কথা পৌঁছে দিও তার মনে তাকে নিয়ে সময় হবো নোনা বনে