চিড়িয়াখানার পাশেই বোটানিকেল গার্ডেন। খুব সুন্দর। প্রানি দেখা হয়ে গেলে উদ্ভিদ দেখা। খুবই সুন্দর। তবে অনেকেই চিড়িয়াখানা দেখার পর আর বোটানিকেল গার্ডেনে যায় না। ক্লান্ত হয়ে পড়ে। বোটানিকেল গার্ডেন কিন্তু সমস্ত ক্লান্তি দূর করার মতো ক্ষমতা রাখে! চিড়িয়াখানায় আমার ছোট্ট কালে যাওয়ার কথা কিন্তু যাওয়া হয় নাই। যাওয়া যখন হলো তখন জীবনে আর ছোট কাল নেই, বিচার করার মানসিকতা চলে আসে। শিশুরা সুখী কারন তারা বিচার করার মানসিকতা নিয়ে কারো সাথে মিশে না, তারা আনন্দ পাওয়ার বিনিময়ে আনন্দ বিনিয়োগ করে। তারা ভালোবাসতে গিয়ে কেঁদে ফেলে, তারা কাঁদতে গিয়ে ভালোবেসে ফেলে। ফলে জীবন মানে শিশুদের কাছে মাছ ধরা নয়, মাছ দেখা। চিড়িয়াখানায় বাঘের মাংস খাওয়া দেখলাম, দেখলাম সাপের ঘুম, দেখলাম বিরহী বানরকে। সারস ক্রেনকেও দেখলাম। সারস সবুজ ডিম দেয়, বাংলাদেশে সারস পাখি সবচেয়ে বড়
Day: May 14, 2022
ইয়া জাজং নিথুয়া
একটু আসো ফাঁকে একটু আসো ফাঁকে ফাঁকে একটু আসো অনেকটা থেমে যাও তসবির দানার মতো সুতায় প্রেম গাও পাতায় পাতায় একটু হাসো অনেকটা থেমে যাও শীতের শিরায় বসে মানুষের প্রান গাও পূর্বাভাস অপূর্ব পুর্বারঙে সূচনাসুর অনাবিল গাঙচিল জলের ফাঁকে থামো একটু আনন্দ অনাবিল নারীবাদী রূপকথায় নারী আবাদি দাওয়াবিল সেইখানে যেখানে মজনু খুঁজে হারানো দিন ইয়া জাজং নিথুয়া দিগন্ত আলপিন লায়লি খুঁজে সুর ভোরবেলা পাতার আদর আন্ধার দেহে নুর বাজনার শানে বাজে সুর নৃত্য তাল আনন্দ পাতার দেহে বাতাস যেমন জয় পরানের ছন্দ হলুদ গুড়ো হলুদ গুড়া আলিফ লাম মিম ঘনঘোর তমসা বাতায়ন লেবানন লুকোনো গন্ধম অদৃশ্য আলাদিন রকদস্তি একদিন দুইদিন তারপর বহুদিন শেষ রাতে জেগে উঠে পাতার ফাঁকে জ্বিন জ্বিন যেনো পরী চায় পরী চায় ঘর থেমে থেমে আপন করো করো না করো একটু পর