You are here
Home > কবিতা >

ঝাঁকপূর্ণ রাত

ঝাঁকপূর্ণ রাত নেমে আসে। রক্তশুন্য শব্দ চুষে প্রকৃতি মানবিক। ঘুমের রেওয়াজ শুরু হয় নীরবতার তালপাতায়। রাতের জন্মসন্তান পৃথিবী কতো দিন ঘুমিয়ে ছিল জানা নেই। পৃথিবীর জন্মসন্তান আমি অর্ধদিন ঘুমাই। রাতকে দিন বলা পিতৃতান্ত্রিক অভ্যাস। অভ্যাসটাকে ফরমালিন সজীব রাখতে থেরাপির পর থেরাপি চলে— হেফাজত থেরাপি!

আমরা ঘুমাই
তারাও ঘুমাই
মাঝে রাতের বীর্যপাত
আল্লা রাইতটারে দিছে ঘুমাইবার লাইগগা
৩-১-১৪২০

তুমি বন্ধু ছায়া-কায়া
আমি তোমার বাড়ি
বাড়ির পাশে আড়শিনগর
আড়শিপাড়ে নারী
১-১-১৪২০

মানুষের হাতে শিকার যন্ত্র
পাখির ডানায় ওড়ার মন্ত্র

Leave a Reply

Top