You are here
Home > কবিতা >

হ্যালো মাই ডিয়ার অনর্গল নদী

হ্যালো মাই ডিয়ার অনর্গল নদী
সাগরের দেখা পাও যদি
বলিও
বলিও তারে
বৃষ্টি হয়ে যাবো তার বাড়ি
সে এক আশ্চর্য সহনশীল আনন্দ— বামটান ডানটান
গাছের ছায়ায় এক ভয়ানক গ্রাম
ছায়ার সুরে মনোধর ঝড় তুফান তুলে
চোখে তার রাগের মিউজিয়াম কোলাহল করে
কাকলি বাতাস গভীর রাতে মৃত্যু গিলে
বলিও
বলিও তারে
জলের দুই পার বেদনায় একাকার
দুই পার এক হলে জলমনে হাহাকার

Leave a Reply

Top