আমিও জানতাম নদী তীরে বসে থাকা বাতাস্খ আসমান কালেফুল জলনল ডোবাকল ময়দান মায়ায় মন ভাসে না ভাসে মন শানেমান আলোতে জয় রাম গোপনে হনুমান চললাম চললুম বদনামে নামেনাম— নামে নয় সুনাম জলে মাছ ডাঙায় লাশ চলে হাস জলে হাস এক পাখি দুই নাম দুই পাখি এক দাম দুই পাখি এক ঘরে এক ঘরে এক কাম এক কাম এক কাম— কয় নয় বেশি দাম চোখজল কাদা করে কার পাখি কার ঘরে হাসিমন জলাবন এক পাখি দুই ঘরে দুই দুই নাম করে ঠোঁট আছে পাখি আছে নদী ভরা মাছ আছে বেচে থাকা ভেসে থাকা আরও কাছে আরও কাছে চলো মন চুলা মন এক রাজা এক ধন কল্ল ভল্লি চেয়ারের সুধীগন মাঝপথে নেচে যায় মরে যে বেশি খায় খায় খায় করে মন নদী তীরে দুনাপন যার যে সে নাই আছে যে তাই নাই
Day: March 7, 2022
Life is a Tale Untold
Sinuous trail You are beautiful Sinuous sweeping trail your body is I decide to meander physically side by side and tip top troops and down town of the long One night One dark night Or Hazard dark of the terrible moonlight I will be busy drinking your inner and outer stream Life is a tale untold Life is a gamble appeared book readable one Let's deliquesce in it A very loving you Moral luck and fog behind war you are So vivid and violent you are in the bed I think and its made me enough wild— wild to life It’s a story all about the interior beauty Its a decision all about the uncaring exterior So be ready And make a fight of the undid night You and me Me and you Loo the water Loo the air Everything is watch