একদিন ক্যাকটাসে হেঁটে চলে যাবো বহুদূর অনেক অনেক পরে কলাপাতা দুপুর দুদুমদু কবিতা দুদুমদু কবিতা আষাঢ়ের মাসি এসে সবুজ পাতার দেশে ঝুমঝুম বৃষ্টি সেজে নিয়ে যাবে শেষে দুদুমদু কবিতা, দুদুমদু কবিতা ছাদের এক উঠোন কোনে কাপড়ের ফাঁকে ফাঁকে লাল, নীল হলুদ রোদে চোখদের পিদিম ফোটে দুদুমদু কবিতা দুদুমদু কবিতা