সবাই কেবল খুলতে বলে খেলতে গ্যাছে চাঁদ চোখের দেশে ফুলের বাগান ঠোঁট কাঁপানো রাত বিজন বনে হরিণ নাচে পাতার ফাঁকে আলো পাপড়ি ধরে প্রেমের ধরন দেহের ফলন ভালো খুলতে খুলতে জোছনা দেখা সাপের মতো নদী তলদেশে এটেল মাটি মাটির আরাম গদি গভীর থেকে গভীরে যাওয়া আরাম বনে আরাম পাওয়া গরম নরম বেদি খুলতে খুলতে চাবি তালা গন্ধে ব্যাকুল দেহ মালা বাড়তে থাকে পারদ জ্বালা তুলসী বনে রাধা কাঁপে কাঁপে তুলসী কালা সবাই কেবল খুলতে বলে বলে তাকে প্রেম কামে সবুজ মানবদেহ জানে রাধাশ্যাম ভালো লাগা নীলের জলে দেখা বকের সারি খুলতে জানা নদী জানে সাগর আসল বাড়ি সাগর থেকে সাগরে যাওয়া ওপেন টিউন মেটার খুলে ফেলার সুরা কেরাত মন্দ নয় বেটার আঙুল আঙুল খেলার পালায় তার হয়ে যায় গিটার সবাই কেবল খুলতে বলে খেলতে পারে ধীজন খেতে গেলে গলায় ধরে চোখের নেশায় ভোজন ভোজন রসিক সাতার জানে জল জোয়ারে ভাসে খুলতে জানলে বেহা হাড় সোজা হয়ে হাসে