পৃথিবীকে এতো ছোট মনে হয় কেন? কবিতা by emranor reja - 0 পৃথিবীকে এতো ছোট মনে হয় কেন? বিভীষিকার মতো ছোট চারদিকে তৈরি করা ছাঁচ রাইফেল ধরে আছে বলে কেবল, ‘আমার মতো থাকো, নতুবা চলে যাও’ চলে যেতে যেতে দেখি শকুনেরা খেয়েছে আমার বিশাল পৃথিবী