Skip to content
অর্জুন— আমার কাছে যদি সুপার ন্যাচারাল পাওয়ার থাকতো!
কৃষ্ণ— সুপার ন্যাচারাল পাওয়ার থাকলে কি করতে অর্জুন?
অর্জুন— মানবজাতির উপকার করতাম বাসুদেব।
কৃষ্ণ— মানুষের উপকার করার মধ্যে দিয়ে সুপার ন্যাচারাল পাওয়ার আসে অর্জুন, তুমি সবার হও, দেখবে সব তোমার হয়ে যাবে।