You are here

কুয়াশা গলে গলে পড়ে চোখের বিছানায়

জুনায়েদ বোগদাদির মামা সাররী সাকতী। সকত থেকে সাকতী। সকত শব্দটির অর্থ হলো ভূমিতে পড়া। ভূমিতে পতিত ফল কুড়িয়ে বিক্রি করে তিনি জীবনযাপন করেন প্রথম জীবনে। তার পীরের নাম মারুফ কারখি। সাররী সাকতী অত্যন্ত উচু মানের একজন সাধক ছিলেন— কথিত আছে দীর্ঘ ৯৮ বছর তিনি কখনো মাটিতে পীঠ লাগাননি— ঘুম পেলে দেয়ালে ঠেশ দিয়ে বসতেন।

সাকতী অসুস্থ হয়ে পড়ে। মুমূর্ষু। আবহাওয়া খুবই গরম। জুনাইদ বোগদাদি বাতাস করতে চায়লেন।তিনি নিষেধ করেন। তার মতে বাতাস আগুনের তেজ নাকি বহুগুণে বাড়িয়ে দেয়। জুনাইদ বোগদাদি বাতাস করা বন্ধ করে নছিহত চায়লেন নিজের মামার কাছে নিজের জন্যে।

— জুনায়েদ! মানুষের সাহচর্য বর্জন করে শুধু আল্লাহর ধ্যানমগ্ন হয়ে কালযাপন করো।

জুনায়েদ মামার কথা শুনে জবাব দিলেন— ‘এমন কথা যদি আপনি আগে বলতেন তাহলে আমি মানুষ থেকে এমন দূরে থাকতাম যে আপনার সেবা করার জন্যেও আসতাম না।’

সাধক সাররী সাকতী যৌবনে ইয়াকুব নবীকে স্বপ্নযুগে প্রশ্ন করেছিলেন কেমন করে ইয়াকুব নবী ইউসুফ ও আল্লাহকে একসঙ্গে ভালোবাসতে পারলো। উত্তর মেলেনি— পর্যাপ্ত ধমক পেয়েছিলেন সাররী সাকতী আল্লাহর পক্ষ থেকে।

আল্লাহ মানুষকে ধমক দেন এমন কথাও আমাদের শুনতে হয়— দেখতে হয় কুয়াশা গলে গলে পড়ে চোখের বিছানায়।

Leave a Reply

Top