এ জীবন পাতাদের পাখিদের নয়তো এ জীবন বাতাসের ফুলদের হয়তো নদীরও ঘর আছে ঘর আছে সময়ের যেনো ফুল যেনো সুর সব যেনো মানুষের ঘুনপোকা কটকট ইঞ্জিন বটবট জুতাহিল খটাখট দুই চোখ পাশাপাশি দুই চোখে দুই ঘর ঘর দুটি ফুলপাখা লতা পাতা সুর রাখা সরলে সরলে নদীপথ যতসব তার মনে জলরেখা ভাজ খুলে সুখ পেলে করো চাষ মন খুলে খুজে সুখ কামনলে অভ্যাস অভ্যাস লেফট রাইট লেফট রাইট কামনার মোড়কে সংসার পেরেকে মরে মন মরে যায়— লেফট রাইট লেফট রাইট এই জীবন প্রেমিকের সমাজের নয়তো কালো চোখ প্রেমিকার খুজে তারে হয়তো সততার ঘর নেই ঘর নেই মানুষের ঘর আছে ঘর আছে যতসব ফানুশের ভাজ খুলে সুখ পেলে রাখো হাত হলাহল এই জীবন নগদের প্রেমিকের কোলাহল