You are here
Home > কবিতা >

সাপের আর আগুনেরও ছিল আন্তরিক নদী

এক বছর চলে গেল
এমনিতেই চলে যাবে এক যুগ— সময়ের শাষন
পৃথিবীর সূর্য হবে আজকের কুয়াশা—মনের প্লাবন
কুয়াশা এমনই তরল বহুজাগতিক স্মার্ট
মিশে যেতে পারে মৃত্তিকার সংসারে
হতে পারে আধার কসমোলজির আঁধারে
চোখটাই কেবল ব্যর্থ আগুনকে গুণ ভেবে

সাপের গর্তে নিজেকে রেখে
আজ থেকে বহুদিন পর
আগুন আর সাপের সাথে দেখা হয় যদি
তখন হয়তো ভাববো
হয়তো ভাববো না
সাপের আর আগুনেরও ছিল আন্তরিক নদী

Leave a Reply

Top