ফাগুন মাতাল দোল কবিতা by emranor reja - 0 ঠোঁটের ভাঁজে চুলের নীচে আমার সজল বাসা চোখের নীচে জলপাই রঙ স্বপহীন এক আশা লবন সমেত হাসি তোমার গাইনদা চালের ভ্রু বুকের দেশে সৌম্য নদী গানিতিক ঢেউ স্লো ভাষার গতি নিত্য নতুন ফাগুন মাতাল দোল তুমি আমার বন্য পাখি গুনের কাব্যফুল