নষ্ট হচ্ছে ঘর নষ্ট হচ্ছে বাড়ি নষ্ট হচ্ছে মপর্না সেন নষ্ট হচ্ছে নারী চেপে আছে মন মৌমাছি ভনভন নষ্ট হচ্ছে প্রিয় হাসি নষ্ট হচ্ছে রাখাল বাঁশি নষ্ট হচ্ছে অফিসার নষ্ট হচ্ছে টিচার নষ্ট হচ্ছে গতকাল নষ্ট হচ্ছে আগামীকাল নষ্ট হচ্ছে আজ নষ্ট তাদের সাজ নষ্ট হচ্ছে অভ্যাস নষ্ট হচ্ছে ঘুমের রাত নষ্ট হচ্ছে অনেক কিছু আকাশ পাতাল উঁচুনিচু নষ্ট হচ্ছে মায়ের কুলে জন্ম নেয়া শিশুটিটু নষ্ট হচ্ছে ঘরের চাবি আজন্ম এক সত্য যীশু