
ইচ্ছে হলে আসতে পারো
হাসতে পারি আবোল তাবোল বেতাল
আমাদের চুলায় প্রণয়আগুন
পৃথিবীর আজ আকাল
নদীর স্রোতে চর জেগেছে
মানুষের নেই হুশ
পুলিশপাড়ায় কালোবাজারি
হুজুর নিচ্ছে ঘুষ
তোমার চোখে ফুলের নাচন
আমার চোখে ঘুম
রাষ্ট্র একটা রাঘবপিণ্ড
শান্তি হচ্ছে গুম