ঢেউয়ের তালে যে পা ছুটে আসবার কথা সে পা ছুটে গেছে সাগরের পরপারে এক উদাস দুপুর পুকুর পাড়ে দাঁড়িয়ে নদী ও হাঁসের খেলা দেখে পুঁটি মাছের মিছিল শ্যাওলার কোলাহল চোখে এক বিভ্রম স্মৃতি স্মৃতির জাদুঘর সময়ের মহাজন অস্ত্র দিবে— খাদ্য দিবে না ক্ষুধার্ত আবেদন জাগ্রত করে রাগের নিউক্লিয়াস মেমব্রেন চোখে গত শতাব্দীর লিটলবয় ফ্যাটম্যানরাগ মানুষের জন্মদিন কবে মা তোমার ছেলে পশুদের কার্নিবাল দেখে উজ্জীবিত হয়েছে ঢেউয়ের এ্যারিনায় মানুষের মৃত্যু তারিখ লিখবে হার্ডলাইনে বাজবে ভরতের গীতবিতান কয়েক প্যাক ইথানলে সজ্জিত হবে মনের বাগান মানুষের জন্মতারিখ আছে কী মা মানুষের ধর্মতলায় মানুষ তো পশুর শিরোনাম পড়ে প্রাণির মৃত্যু হলে হয়তো মানুষ পেতো মৃত্যুর ইতিহাস ইতিহাস নয়— ভুলের সংগ্রাম
Day: September 16, 2021
বিক্রি, ব্যবসা, বিনিয়োগ
নগদে পন্য বিক্রি করা হলো পাঁচ হাজার টাকা এবং এর জন্য ভ্যাট ধার্য করা হলো পঞ্চাশ টাকা। নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ভ্যাট হিসাব ক্রেডিট ভ্যাট হিসাবটি এখানে দায়। হিসাববিজ্ঞানের ভাষায় দায় বৃদ্ধি ক্রেডিট। যেহেতু প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পেয়েছে তাই ভ্যাট হিসাবটি ক্রেডিট দেখানো হয়েছে। হিসাববিজ্ঞানের এই সহজ হিসাবটিও জটিল করে বাংলাদেশের হিসাব বিজ্ঞানীরা। খুব গোপনে ভ্যাট হিসাবটি বিক্রয়ের সাথে এ্যাড করে ক্রেডিট দেখায় যার ফলে দায়টিও প্রতিষ্ঠানের আয় হিসাবে পরিগণিত হয়ে যায়। আবার যিনি হিসাব বই অডিট করার জন্য আসেন তিনিও সন্তুষ্ট থাকেন যদি এমন এনকাউন্টার এন্ট্রি পাওয়া যায়। কারণ তাতেই তিনার পকেট ভারি হওয়ার সম্ভাবনা থাকে। এমন আরো অনেক সম্ভাবনার দেশ বাংলাদেশ। এখানে টাকা উপার্জনের জন্য ব্যবসা করতে হয় না সব সময়। এতিমখানার নামেও ব্যবসা করা যায়। অলাভজনক প্রতিষ্ঠান কিন্তু লাভেমূলে গাদাগাদা। প্রত্যেক পীরে কামেলের